menu-iconlogo
huatong
huatong
avatar

Ami Palte Jaini Aajo | ALWAYS.BE.U

Barenya Sahahuatong
✨🅰🅻🆆🅰🆈🆂🐝ᵁhuatong
Paroles
Enregistrements
তুমি.. খোঁজ নিয়ে দেখো -0.25(3.08)

আমি.. পাল্টে যাইনি আজও

তুমি.. হাতটা যদি ধরো

আমি.. হবো না আর কারো..

তুমি বদলাতে পারো বারেবার!

দেখো বদলেছে পৃথিবী আবার

তুমি পাল্টে যাও

তুমি বদলে যাও

আমি বদলাবো কেনো?

তবু মন তোমাকেই বারেবার..

এ হৃদয়ের আঙিনায় চাইছে আবার..

জানি খোঁজ রাখেনি আর কেউ,

কমেছে বেড়েছে মানুষের ঢেউ।

তুমি.. খোঁজ নিয়ে দেখো

আমি.. পাল্টে যাইনি আজও

ALWAYS.BE.U

যত অভিযোগ...শত পিছুটান,-2.08(1.25)

ভুলে গিয়ে আজ..মিছে অভিমান

এভাবেই যদি হয়

গল্পটা....

বেখেয়ালি মন..যদি সারাক্ষণ

অগোছালো চুল..আজ অকারণ..

এভাবেই য.ও..দি হয়

গল্পটা....

ও..ফির.বেনা এ সময়...

ভুলতে কী পার.বো তোমায়?

চেনা স্পর্শেরা আজ অসহায়

তবু মন তোমাকেই বারেবার,

এ হৃদয়ের আঙিনায় চাইছে আবার..

জানি খোঁজ রাখেনি আর কেউ,

কমেছে বেড়েছে মানুষের ঢেউ।

তুমি.. খোঁজ নিয়ে দেখো

আমি.. পাল্টে যাইনি আজও..

ALWAYS.BE.U

Davantage de Barenya Saha

Voir toutlogo

Vous Pourriez Aimer

Ami Palte Jaini Aajo | ALWAYS.BE.U par Barenya Saha - Paroles et Couvertures