menu-iconlogo
huatong
huatong
avatar

Rojoni Hoisna রজনী হইসনা

Bari Siddiquihuatong
onel_2005usahuatong
Paroles
Enregistrements
রজনী...

হইসনা অবসান

আজ নিশিতে আসতে পারে

বন্ধু কালাচাঁন।।

রজনী...

হইসনা অবসান

আজ নিশিতে আসতে পারে

বন্ধু কালাচাঁন।।

আজ নিশিতে আসতে পারে

বন্ধু কালাচাঁন।।

কত নিশি পোহাইলো

মনের আশা মনে রইলোরে

কত নিশি পোহাইলো

মনের আশা মনে রইলোরে

কেন বন্ধু আসিলোনা

জুড়ায়না পরাণ আমার

কেন বন্ধু আসিলো না ,

জুড়ায়না পরাণ

আজ নিশিতে আসতে পারে

বন্ধু কালাচাঁন।।

রজনী...

হইসনা অবসান..

হইসনা অবসান

বাসর সাজাই আসার আশে

আসবে বন্ধু নিশি শেষেরে

Music

বাসর সাজাই আসার আশে

আসবে বন্ধু নিশি শেষেরে

দারুণ পিরীতের বিষে

ধরিল উজান হায়রে

দারুণ পিরীতের বিষে

ধরিল উজান।

আজ নিশিতে আসতে পারে

বন্ধু কালাচাঁন।।

রজনী...

হইসনা অবসান..

হইসনা অবসান

মেঘে ঢাকা আঁধার রাতে

কেমনে থাকি একা ঘরেরে

মেঘে ঢাকা আঁধার রাতে

কেমনে থাকি একা ঘরেরে

সাধক চাঁনমিয়া কয় কানতে কানতে

হইলাম পেরেশান সাধক

চাঁনমিয়া কয় কানতে কানতে

হইলাম পেরেশান

আজ নিশিতে আসতে পারে

বন্ধু কালাচাঁন।।

রজনী...

হইসনা অবসান

আজ নিশিতে আসতে পারে

বন্ধু কালাচাঁন।।

আজ নিশিতে আসতে পারে

বন্ধু কালাচাঁন।।

সমাপ্ত

Davantage de Bari Siddiqui

Voir toutlogo

Vous Pourriez Aimer

Rojoni Hoisna রজনী হইসনা par Bari Siddiqui - Paroles et Couvertures