[আপলোড সুমন আহমেদ]
[শিল্পী : বাউল সুকুমার]
মানুষ বড়ই স্বার্থপর রে…
বড়ই স্বার্থপর…
বুকের মাঝে জায়গা দিলে
যতন কইরা ভাঙ্গে রে অন্তর
মানুষ বড়ই স্বার্থপর রে…
বড়ই স্বার্থপর…
বুকের মাঝে জায়গা দিলে
যতন কইরা ভাঙ্গে রে অন্তর
অচেনা এক জংলা পাখি
যতন কইরা বুকে রাখছি
বুকের পাঁজর ভাইঙ্গা সে যে
সাজায় অন্যের ঘর রে…
সাজায় অন্যের ঘর
মানুষ বড়ই স্বার্থপর রে
বড়ই স্বার্থপর…
বুকের মাঝে জাইগা দিলে
যতন কইরা ভাঙ্গে রে অন্তর
[একটু অপেক্ষা করুন]
বুকের মাঝে জায়গা দিলে
যতন কইরা ভাঙ্গে রে অন্তর
[একটু অপেক্ষা করুন]
হাসতে শেখায় যেই মানুষটা
তার হাসি নেয় কেরে…
সুযোগ পাইলে বিষ ঢেলে দেয়
সাজানো সংসারে…
[একটু অপেক্ষা করুন]
ও…হাসতে শেখায় যেই মানুষটা
তার হাসি নেয় কেরে…
সুযোগ পাইলে বিষ ঢেলে দেয়
সাজানো সংসারে…
যারে তুমি ভাব আপন
তার তো নাই তোমায় প্রয়োজন
তোমার বুকে রাইখা মাথা
খুরতাছে কবরে…
খুরতাছে কবর
মানুষ বড়ই স্বার্থপর রে
বড়ই স্বার্থপর…
বুকের মাঝে জাইগা দিলে
যতন কইরা ভাঙ্গে রে অন্তর
[একটু অপেক্ষা করুন]
বুকের মাঝে জায়গা দিলে
যতন কইরা ভাঙ্গে রে অন্তর
[একটু অপেক্ষা করুন]
দুই দিনের এই দুনিয়াতে
থাকবে কয়দিন প্রাণ…
তবু কেন স্বার্থের জন্যে
মানুষ হয় বেইমান
[একটু অপেক্ষা করুন]
ও…দুই দিনের এই দুনিয়াতে
থাকবে কয়দিন প্রাণ…
তবু কেন স্বার্থের জন্য
মানুষ হয় বেইমান
যারে তুমি ভাবো আপন
তার তো নাই তোমায় প্রয়োজন
তোমার বুকে রাইখা মাথা
খুরতাছে কবরে…
খুরতাছে কবর
মানুষ বড়ই স্বার্থপর রে
বড়ই স্বার্থপর…
বুকের মাঝে জাইগা দিলে
যতন কইরা ভাঙ্গে রে অন্তর
[একটু অপেক্ষা করুন]
বুকের মাঝে জায়গা দিলে
যতন কইরা ভাঙ্গে রে অন্তর
=================
বুকের মাঝে জায়গা দিলে
যতন কইরা ভাঙ্গে রে অন্তর
[গানটি ভালো লেগে থাকলে]
[সবাই পাশে থাকুন]
[সবাইকে ধন্যবাদ]