menu-iconlogo
huatong
huatong
avatar

বকুল ফুল

Chanchalhuatong
mlrosen8401huatong
Paroles
Enregistrements

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

শালুক ফুলের লাজ নাই

রাইতে শালুক ফোটে লো

রাইতে শালুক ফোটে

শালুক ফুলের লাজ নাই

রাইতে শালুক ফোটে লো

রাইতে শালুক ফোটে

যার সনে যার ভালোবাসা,

যার সনে যার ভালোবাসা,

সেইতো মজা লুটে লো

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

আমার জামাই ধান বায়

হরিণডাঙার মাঠে লো

হরিণ ডাঙ্গার মাঠে

আমার জামাই ধান বায়

হরিণডাঙার মাঠে লো

হরিণ ডাঙ্গার মাঠে

সোনা দেহে ঘাম ঝরে

সোনা দেহে ঘাম ঝরে

দেইখা পরাণ ফাটে লো

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

শাওন ভাদর মাসে

জামাই আদর করে লো

জামাই আদর করে

শাওন ভাদর মাসে

জামাই আদর করে লো

জামাই আদর করে

ইচ্ছে জামাই করবো আদর

ইচ্ছে জামাই করবো আদর

দানাতো নাই ঘরে লো

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

শালুক ফুলের লাজ নাই

রাইতে শালুক ফোটে লো

রাইতে শালুক ফোটে

শালুক ফুলের লাজ নাই

রাইতে শালুক ফোটে লো

রাইতে শালুক ফোটে

যার সনে যার ভালোবাসা,

যার সনে যার ভালোবাসা,

সেইতো মজা লুটে লো

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

শালুক ফুলের লাজ নাই

রাইতে শালুক ফোটে লো

রাইতে শালুক ফোটে

শালুক ফুলের লাজ নাই

রাইতে শালুক ফোটে লো

রাইতে শালুক ফোটে

যার সনে যার ভালোবাসা,

সেইতো মজা লুটে লো

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

Davantage de Chanchal

Voir toutlogo

Vous Pourriez Aimer

বকুল ফুল par Chanchal - Paroles et Couvertures