menu-iconlogo
huatong
huatong
avatar

iStream - Kanamachi

chirkuthuatong
Invictus.huatong
Paroles
Enregistrements
সত্য কি তেতো

সেকি জীবনের মত

সত্য কি তেতো

সেকি জীবনের মত

বেঁচেও মোরা নাকি

বিভেদের ক্ষত।

মিথ্যা কি ভুল

নাকি নীল নোনা জ্বল

দেখতে কেমন সে বলো

কতটা অতল।

কানামাছি মিথ্যা, কানামাছি সত্য

কানামাছি তুমি আমি যে যার মত

কানামাছি মিথ্যা, কানামাছি সত্য

কানামাছি তুমি আমি যে যার মত…

তোমার প্রেমেতে আমি বুঁদ হয়ে রই

তোমার প্রেমেতে আমি বুঁদ হয়ে রই

তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ঐ

তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ঐ…

কানামাছি মিথ্যা, কানামাছি সত্য

কানামাছি তুমি আমি যে যার মত

কানামাছি মিথ্যা, কানামাছি সত্য

কানামাছি তুমি আমি যে যার মত…

সুখ যদি এতে তুমি পাও বা অগাধ

আমি কেন সাধি তাতে মিছেমিছি বাঁধ

সুখ যদি এতে তুমি পাও বা অগাধ

আমি কেন সাধি তাতে মিছেমিছি বাঁধ

যার যার মত করে ভাল থাকা যদি

সত্যের মত করে আঁকি দুই নদী…

কানামাছি মিথ্যা, কানামাছি সত্য

কানামাছি তুমি আমি যে যার মত

কানামাছি মিথ্যা, কানামাছি সত্য

কানামাছি তুমি আমি যে যার মত…

Davantage de chirkut

Voir toutlogo

Vous Pourriez Aimer