menu-iconlogo
huatong
huatong
avatar

Dhukkur Pukkur | UPLOAD.4R.U

Emon Chowdhury/Abanti Sithihuatong
ʀᴏʙᴏᴛhuatong
Paroles
Enregistrements
(ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন) - ৪

(M)আমার কেমন কেমন লাগে-0.25(3.37)

এমন হয় নাই তো আগে..

ক্যান যে তারে বারে বারে

দেখার খায়েশ জাগে

ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন

(F)আমার কেমন কেমন লাগে-0.40(3.22)

এমন হয় নাই তো আগে..

ক্যান যে তারে বারে বারে

দেখার খায়েশ জাগে

(M)সকাল-দুপুর-রাত্রি-ভোরে

থাকি তারই ঘোরে

(F)সকাল-দুপুর-রাত্রি-ভোরে

থাকি তারই ঘোরে

(M+F)থাকুক জুড়ে এই অন্তরে সারাটা জীবন

(ধুকুর পুকুর ধুকুর ধুকুর পুকুর করে মন)৪

-MUSIC-

(M)ও তার নদীর মতো গভীর-1.52(2.08)

চোখে ডুবি-উঠি-ভাসি

তার হাসির সুবাস গায়ে

মেখে চুলের মেঘে ভাসি

-MUSIC-

(M)হো...তার নদীর মতো গভীর-2.06(1.56)

চোখে ডুবি-উঠি-ভাসি

তার হাসির সুবাস গায়ে

মেখে চুলের মেঘে ভাসি

(M)টাপুরটুপুর বৃষ্টি হইয়া

আমার গায়ে পড়ে

(F)টাপুরটুপুর বৃষ্টি হইয়া

আমার গায়ে পড়ে

(M)সে যে আমার ভাঙ্গা ঘরে সাত রাজারই ধন

(ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন)2

-MUSIC-

(F)ও তার মায়া-মাখা আদর-2.55(1.07)

সাথে ছায়ার মতো থাকে

তার ভালোবাসার চাদর

জড়াইয়া ধইরা রাখে

(F)ও.. তার মায়া-মাখা আদর-3.08(0.54)

সাথে ছায়ার মতো থাকে

তার ভালোবাসার চাদর

জড়াইয়া ধইরা রাখে

(F)যেন নূপুর হইয়া বাজে

আর নাচে মনের ঘরে

(M)যেন নূপুর হই..য়া.. বাজে

নাচে মনের ঘরে

(M+F)সে যে আমার ঘোর আন্ধারে চান্দেরই মতন

(ধুকুরপুকুর ধুকুর ধুকুরপুকুর করে মন)8

-THANKS-

Davantage de Emon Chowdhury/Abanti Sithi

Voir toutlogo

Vous Pourriez Aimer