menu-iconlogo
huatong
huatong
avatar

Babta Amar Obak Lage

Emon Khanhuatong
shakeitup300huatong
Paroles
Enregistrements
ভাবতে আমার অবাক লাগে

তুই যে এমন হইলি

ভালোবেসে আমারে তুই

এমনে রে কান্দাইলি

ভাবতে আমার অবাক লাগে

তুই যে এমন হইলি

ভালোবেসে আমারে তুই

এমনে রে কান্দাইলি

কোন সুখে যে চইলা গেলি

তুই আমারে বল..

কোন সুখে যে চইলা গেলি

তুই আমারে বল

রুপা রে.....

তোর কারনেই দুই চোখেতেই জ্বল..

রুপা রে.....

তোর কারনেই দুই চোখেতেই জ্বল..

ভাবতে আমার অবাক লাগে

তুই যে এমন হইলি

ভালোবেসে আমারে তুই

এমনে রে কান্দাইলি

কোন সুখে যে চইলা গেলি

তুই আমারে বল..

কোন সুখে যে চইলা গেলি

তুই আমারে বল

রুপা রে.....

তোর কারনেই দুই চোখেতেই জ্বল..

রুপা রে.....

তোর কারনেই দুই চোখেতেই জ্বল..

তুই পাষাণ পাঁথরের তৈরী

মনের মর্ম বুঝবি কি..

তোরি জন্য এই জগতে কতই কেদেছি

আমি কতই কেদেছি..

তুই পাষাণ পাঁথরের তৈরী

মনের মর্ম বুঝবি কি..

তোরি জন্য এই জগতে কতই কেদেছি..

আমি কতই কেদেছি..

ও তুই মন দিবি বলে মন ভুলাইয়া...

মন দিবি বলে মন ভুলাইয়া

করলি প্রেমের ছল

রুপা রে.....

তোর কারনেই দুই চোখেতেই জ্বল..

রুপা রে.....

তোর কারনেই দুই চোখেতেই জ্বল..

ভাবতে আমার অবাক লাগে

তুই যে এমন হইলি

ভালোবেসে আমারে তুই

এমনে রে কান্দাইলি

কোন সুখে যে চইলা গেলি

তুই আমারে বল..

কোন সুখে যে চইলা গেলি

তুই আমারে বল

রুপা রে.....

তোর কারনেই দুই চোখেতেই জ্বল..

রুপা রে.....

তোর কারনেই দুই চোখেতেই জ্বল..

অন্তরেরি আপন আমি ভেবেছিলাম তোরে..

প্রতিদানে দুঃখ দিলি বলনা কেমন করে

আমায় বলনা কেমন করে..

অন্তরেরি আপন আমি ভেবেছিলাম তোরে..

প্রতিদানে দুঃখ দিলি বলনা কেমন করে

আমায় বলনা কেমন করে

এই কি রে তোর ভালোবাসা....

এই কি রে তোর ভালোবাসা

এই কি প্রেমের ফল

রুপা রে.....

তোর কারনেই দুই চোখেতেই জ্বল..

রুপা রে.....

তোর কারনেই দুই চোখেতেই জ্বল..

ভাবতে আমার অবাক লাগে

তুই যে এমন হইলি

ভালোবেসে আমারে তুই

এমনে রে কান্দাইলি

কোন সুখে যে চইলা গেলি

তুই আমারে বল..

কোন সুখে যে চইলা গেলি

তুই আমারে বল

রুপা রে.....

তোর কারনেই দুই চোখেতেই জ্বল..

রুপা রে.....

তোর কারনেই দুই চোখেতেই জ্বল..

Davantage de Emon Khan

Voir toutlogo

Vous Pourriez Aimer