menu-iconlogo
huatong
huatong
avatar

Pagli Re Amar Moto Keu Ki Ache Tor

F A Sumonhuatong
alliesmomhuatong
Paroles
Enregistrements
পাগলীরে আমার মতো

কেউ কি আছে তোর?

তোরই দুঃখে এনে দেবে সুখেরই প্রহর,

পাগলীরে আমার মতো

কেউ কি আছে তোর?

তোরই দুঃখে এনে দেবে সুখেরই প্রহর,

তোরই ব্যাথায় দুটি চোখে

কে হবেরে জল

এলোমেলো হয়ে গেলে

কে গোছাবে বল?

পাগলীরে তোর পাগলামীতে

মন ভেঙ্গে করিসনা দুই,

পাগলীরে এই না আমারে

ছেড়ে কোথায় যাবি তুই?

পাগলিরে আমার মতো

কেউ কি আছে তোর?

তোরই দুঃখে এনে দিবে সুখেরি প্রহর।

ধন্যবাদ

Davantage de F A Sumon

Voir toutlogo

Vous Pourriez Aimer