পাগলীরে আমার মতো
কেউ কি আছে তোর?
তোরই দুঃখে এনে দেবে সুখেরই প্রহর,
পাগলীরে আমার মতো
কেউ কি আছে তোর?
তোরই দুঃখে এনে দেবে সুখেরই প্রহর,
তোরই ব্যাথায় দুটি চোখে
কে হবেরে জল
এলোমেলো হয়ে গেলে
কে গোছাবে বল?
পাগলীরে তোর পাগলামীতে
মন ভেঙ্গে করিসনা দুই,
পাগলীরে এই না আমারে
ছেড়ে কোথায় যাবি তুই?
পাগলিরে আমার মতো
কেউ কি আছে তোর?
তোরই দুঃখে এনে দিবে সুখেরি প্রহর।
ধন্যবাদ