menu-iconlogo
huatong
huatong
avatar

Aaro Ekbar (Original)

Fossilshuatong
Avirup😎huatong
Paroles
Enregistrements
এতটা পথ পেরিয়ে এসেছি তবু দু'জনে

যেনো হয়ে গেছি আরো অচেনা

(Instrumental)

এতটা পথ পেরিয়ে এসেছি তবু দু'জনে

যেনো হয়ে গেছি আরো অচেনা, অচেনা..

স্বপ্নেরা তবু খুজে যায়,

জীবনের শেষ সীমানায়

আছে কি রাখা বাঁচার ঠিকানা, ঠিকানা ..

আরো একবার চলো ফিরে যাই,

পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই

আকাশের হাতছানিতে সাড়া দিই

কি হবে না ভেবে।

আরো একবার হাতটা ছুঁয়ে দেখ ,

আজও আমাদের ইচ্ছেগুলো এক

আমি জানি তুই আবার হারাবি

নিজেকে, নিজেকে ..

(Instrumental)

আরো একবার রাজি আমি,

আমি রাজি ঝুঁকি নিতে

তোর চোখে উঁকি দিতে

সম্মোহনের আমন্ত্রনে

আরো একবার রাজি আমি,

আমি রাজি ঝুঁকি নিতে

তোর চোখে উঁকি দিতে

সম্মোহনের আমন্ত্রনে

বেশি কথা থাক বলোনা,

ঠেকে শেখা গেছে চলনা

পরিবর্তন এলোনা তবু মনে ..

ইয়ে ..

স্বপ্নেরা তবু খুজে যায়

জীবনের শেষ সীমানায়

আছে কি রাখা বাঁচার ঠিকানা, ঠিকানা..

আরো একবার চলো ফিরে যাই,

পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই

আকাশের হাতছানিতে সাড়া দিই

কি হবে না ভেবে।

আরো একবার হাতটা ছুঁয়ে দেখ,

আজও আমাদের ইচ্ছেগুলো এক

আমি জানি তুই আবার হারাবি

নিজেকে, নিজেকে ..

(Instrumental)

আরো একবার চলো ফিরে যাই,

পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই

আকাশের হাতছানিতে সাড়া দিই

কি হবে না ভেবে।

আরো একবার হাতটা ছুঁয়ে দেখ,

আজও আমাদের ইচ্ছেগুলো এক

আমি জানি তুই আবার হারাবি

নিজেকে, নিজেকে ..

(End)

Davantage de Fossils

Voir toutlogo

Vous Pourriez Aimer

Aaro Ekbar (Original) par Fossils - Paroles et Couvertures