menu-iconlogo
huatong
huatong
fuadelita-karim-jokhoni-nibir-kore-cover-image

Jokhoni Nibir Kore

Fuad/Elita Karimhuatong
ppm101huatong
Paroles
Enregistrements
যখনই নিবিড় করে

পেতে চাই তোমাকে

তখনই দু'চোখ বুজি আমি

নয়নে-স্বপনে দেখি শুধু তোমায়

বিরহ বরষায় মেঘেরই ছায়ায়

যখনই নিবিড় করে

পেতে চাই তোমাকে

তখনই দু'চোখ বুজি আমি

নয়নে-স্বপনে দেখি শুধু তোমায়

বিরহ বরষায় মেঘেরই ছায়ায়

তুমি যে রয়েছ অভিমানে

খেয়ালী জড়ানো অনুরাগে

জীবনে এখনো গানে গানে

তোমারই কারণে জোড়া লাগে

উদাসী বিকেলে দখিনা হাওয়ায়

যখনই নিবিড় করে

পেতে চাই তোমাকে

তখনই দু'চোখ বুজি আমি

নয়নে-স্বপনে দেখি শুধু তোমায়

বিরহ বরষায় মেঘেরই ছায়ায়

তুমি কি তেমন আছো আজো

আমাকে নিরবে ভালোবাসো

তুমি কি এখনো সুরে বাজো

আমার এই ছবিটির কাছে এসে

এখনো ফোটে ফুল মাধবী লতায়

যখনই নিবিড় করে

পেতে চাই তোমাকে

তখনই দু'চোখ বুজি আমি

নয়নে-স্বপনে দেখি শুধু তোমায়

বিরহ বরষায় মেঘেরই ছায়ায়

Davantage de Fuad/Elita Karim

Voir toutlogo

Vous Pourriez Aimer