menu-iconlogo
huatong
huatong
gamcha-polash-aj-ami-boro-eka-hoya-gechi-cover-image

Aj Ami Boro Eka Hoya Gechi

Gamcha Polashhuatong
jiafeimao1huatong
Paroles
Enregistrements
ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি

ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি

আজ আমি ,, বড় একা হয়ে গেছি

একা হয়ে গেছি ,,

জওবনে জারে আমি,, করেছিলাম সাথি,,

দুই জনে জমে ছিলো মধুরও পিরিতি

জওবনে জারে আমি,, করেছিলাম সাথি,,

দুই জনে জমে ছিলো মধুরও পিরিতি

কতো রাত সে আর আমি এক সাথে কাটাইয়াছি

কতো রাত সে আর আমি এক সাথে কাটাইয়াছি

আজ আমি ,, বড় একা হয়ে গেছি

একা হয়ে গেছি ,,

হঠাৎ করে ছেরে গেছে সেজে অনেক দূরে

সে দেশ থেকে কেউ কোন দিন আর আসেনা ফিরে

হঠাৎ করে ছেরে গেছে সেজে অনেক দূরে

সে দেশ থেকে কেউ কোন দিন আর আসেনা ফিরে

এখন, আমায় দেখার কেউ রইলোনা আমি কেমন আছি

আমায় দেখার কেউ রইলোনা আমি কেমন আছি

আজ আমি ,, বড় একা হয়ে গেছি

একা হয়ে গেছি ,,

বাকি জীবন একা একা,কাটাবো কি করে

জীবন সাথি আর আসবেনা লতিফের বাসরে

বাকি জীবন একা একা,কাটাবো কি করে

জীবন সাথি আর আসবেনা আমারি বাসরে

বন্ধুয়ার সরনে আক্কাছ এই গান গাহিয়াছি

বান্ধবের সরনে লতিফ এই গান গাহিয়াছি

আজ আমি ,, বড় একা হয়ে গেছি

একা হয়ে গেছি ,,

আজ আমি ,, বড় একা হয়ে গেছি

একা হয়ে গেছি ,,

ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি

ভালোবাসার মনের মানুষ হারিয়ে ফেলেছি

আজ আমি ,, বড় একা হয়ে গেছি

একা হয়ে গেছি ,,

আজ আমি ,, বড় একা হয়ে গেছি

একা হয়ে গেছি ,,

Davantage de Gamcha Polash

Voir toutlogo

Vous Pourriez Aimer