menu-iconlogo
huatong
huatong
habib-wahid-prithibir-joto-sukh-cover-image

prithibir joto sukh

Habib Wahidhuatong
mitchellelmahuatong
Paroles
Enregistrements
পৃথিবীর যত সুখ, যত ভালবাসা

সবই যে তোমায় দেব, একটাই আশা

তুমি ভুলে যেও না আমাকে

আমি ভালবাসি তোমাকে।

পৃথিবীর যত সুখ, যত ভালবাসা

সবই যে তোমায় দেব, একটাই আশা

তুমি ভুলে যেও না আমাকে

আমি ভালবাসি তোমাকে।

ভাবিনি কখনো, এ হৃদয় রাঙানো

ভালবাসা দেবে তুমি

দুয়ারে দাঁড়িয়ে, দু’বাহু বাড়িয়ে

সুখেতে জড়াব আমি

সেই সুখেরই ভেলায়

ভেসে স্বপ্ন ডানা মেলব এসে

এক পলকে পৌঁছে যাব, রুপকথারই দেশে

তুমি ভুলে যেও না আমাকে

আমি ভালবাসি তোমাকে ।

তুমি ভুলে যেও না আমাকে

আমি ভালবাসি তোমাকে ।

রয়েছে এখনো এ বুকে লুকানো

রাত জাগা স্বপ্ন ঘুমিয়ে

মেঘেতে দাঁড়িয়ে,

আকাশে হারিয়ে

যতনে রেখ গো তুমি

সেই মেঘেরই আঁচল এনে

আমায় তুমি নাও গো টেনে

রং তুলিতে আঁকব ক্ষণ

রুপ কুমারের দেশে

তুমি ভুলে যেও না আমাকে

আমি ভালবাসি তোমাকে ।

তুমি ভুলে যেও না আমাকে

আমি ভালবাসি তোমাকে ।

Davantage de Habib Wahid

Voir toutlogo

Vous Pourriez Aimer