menu-iconlogo
huatong
huatong
avatar

রাত নির্গুম বসে আছ তুমি Raat Nirghum

Habib Wahidhuatong
purdy509huatong
Paroles
Enregistrements
রাত নির্গুম

SInger:Habib Wahid

রাত নির্গুম বসে আছ তুমি

দক্ষিনের জানালা খুলে

যতো নিরবাক অভিমান মনে

আজ সবটুকু নিলাম তুলে

এসো তবে বৃষ্টি নামাই

সৃষ্টি ছাড়া ভালবাসায়

এসো তবে জোছনা সাজাই

দু চোখের তারায় তারায়

রাত নির্গুম বসে আছ তুমি

দক্ষিনের জানালা খুলে

যতো নিরবাক অভিমান মনে

আজ সবটুকু নিলাম তুলে

চুপচাপ ঝরছে শিশির কনা

রাতের পাখীরা সব গান গেয়ে যায়

নিশ্চুপ বাতাসে তোমার সৃতি

আমার গানের সুরে দূরে ভেসে যায়

এসো তবে বৃষ্টি নামাই

সৃষ্টি ছাড়া ভালবাসায়

এসো তবে জোছনা সাজাই

দু চোখের তারায় তারায়

রাত নির্গুম বসে আছ তুমি

দক্ষিনের জানালা খুলে

যতো নিরবাক অভিমান মনে

আজ সবটুকু নিলাম তুলে

গুন গুন গুঞ্জন মনের কোনে

আসবে তোমি বলে মেতে উঠেছে

স্বপ্নিল এই মন যখন তখন

বিদ্রোহী মন আজ জেগে উঠেছে

এসো তবে বৃষ্টি নামাই

সৃষ্টি ছাড়া ভালবাসায়

এসো তবে জোছনা সাজাই

দু চোখের তারায় তারায়

রাত নির্গুম বসে আছ তুমি

দক্ষিনের জানালা খুলে

যতো নিরবাক অভিমান মনে

আজ সবটুকু নিলাম তুলে

এসো তবে বৃষ্টি নামাই

সৃষ্টি ছাড়া ভালবাসায়

এসো তবে জোছনা সাজাই

দু চোখের তারায় তারায়

এসো তবে বৃষ্টি নামাই

সৃষ্টি ছাড়া ভালবাসায়

এসো তবে জোছনা সাজাই

দু চোখের তারায় তারায়

Davantage de Habib Wahid

Voir toutlogo

Vous Pourriez Aimer