menu-iconlogo
huatong
huatong
avatar

ওগো বৃষ্টি আমার চোখের পাতা

Haimanti Suklahuatong
mikq17huatong
Paroles
Enregistrements

ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুয়ো না

ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুয়ো না

আমার এতো সাধের কান্নার দাগ ধুয়ো না

সে যেন এসে দেখে,

পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি .

ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুয়ো না

ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুয়ো না

দোহাই গানের বীণায়

মনকে ভরে তুলো না।।

দোহাই গানের বীণায়

মনকে ভরে তুলো না,

দেখেই তাকে ব্যথার এ গান ভুলো না

সে যেন এসে শোনে

তার বিরহে কী সুর আমি সেধেছি ।

ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুয়ো না

ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুয়ো না

ক্লান্ত প্রদীপ ওগো

হঠাৎ আলোয় ফুটো না,

ক্লান্ত প্রদীপ ওগো

হঠাৎ আলোয় ফুটো না,

দেখেই তাকে উজল হয়ে উঠো না

সে যেন এসে জানে,

কোন আঁধারে এ রাত আমি বেঁধেছি ।

ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুয়ো না

আমার এতো সাধের কান্নার দাগ ধুয়ো না

সে যেন এসে দেখে,

পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি ।।

ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুয়ো না

ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুয়ো না

Davantage de Haimanti Sukla

Voir toutlogo

Vous Pourriez Aimer