menu-iconlogo
huatong
huatong
avatar

এই গান মনের খাতাতে Ei Gaan Moner Khatate

Haranath Chakrabortyhuatong
natasha_babautahuatong
Paroles
Enregistrements

হুম হুম হুম হুম ....

লা লা লা লা ...

এই গান মনের খাতাতে লিখে দিয়ে যায়

এই প্রেম অমর করে তাই রেখে যেতে চায়

জীবনের কাছে বলি বারে বারে,,

জীবনের কাছে বলি বারে বারে,,

তুমি নাওনা বুঝে এই সুরের ভাষায়

আমি শুধুই তোমার

এই গান মনের খাতাতে লিখে দিয়ে যায়

এই প্রেম অমর করে তাই রেখে যেতে চায়

ভুল বুজে কতো দিন

দুরে সরে থাকবে

কবে কাছে এসে বলো

এ জ্বালা জুরাবে

ভুল বুজে কতো দিন

দুরে সরে থাকবে

কবে কাছে এসে বলো

এ জ্বালা জুরাবে

এই গানে সেই বেদনা

এই গানে সেই বেদনা

মুছে দিতে চাই

এই গান মনের খাতাতে

লিখে দিয়ে যায়

এই প্রেম অমর করে তাই

রেখে যেতে চায়

অভাগা কপাল তবুও

এতো কেন আশা

চাতকের মত মন

চায় ভালবাসা

অভাগা কপাল তবুও

এতো কেন আশা

চাতকের মত মন

চায় ভালবাসা

সেই ভাসনা গানের কথা

সেই ভাসনা গানের কথা

তোমায় বলে যাই

এই গান মনের খাতাতে

লিখে দিয়ে যায়

এই প্রেম অমর করে তাই

রেখে যেতে চায়

জীবনের কাছে বলি বারে বারে,,

জীবনের কাছে বলি বারে বারে,,

তুমি নাওনা বুঝে এই সুরের ভাষায়

আমি শুধুই তোমার ,

Vous Pourriez Aimer