menu-iconlogo
huatong
huatong
avatar

Jodi Thakte Tumi

Hasan S Iqbalhuatong
forhad99huatong
Paroles
Enregistrements
♡♡♡♡

যদি থাকতে তুমি বাঁচতে আমার

লাগতো না কঠিন

যদি থাকতে তুমি

যদি থাকতে তুমি কাটতো আমার

দিনগুলো রঙ্গিন

যদি থাকতে তুমি

যদি থাকতে তুমি সামনে তোমার

এনে দিতাম সব যা যা চাইতে তুমি

তুমি বলার আগে বুঝতাম আমি

যখন মন খারাপ করে থাকতে তুমি

এমন হবে কোনো দিন আমি আগে ভাবিনি

এমন হবে কোন দিন আমি আগে ভাবিনি

যে আমায় ছাড়া বাঁচতোনা আজ সে কেন বিলীন

যদি থাকতে তুমি বাঁচতে আমার

লাগতো না কঠিন

যদি থাকতে তুমি

যদি থাকতে তুমি কাটতো আমার

দিনগুলো রঙ্গিন যদি থাকতে তুমি

♡♡@Forhad99♡♡

আমার চোখে ভাসে শুধু তোমার ঐ মুখ

কানে বাজে তোমার গলার স্বর

♡♡♡♡

আমার চোখে ভাসে শুধু তোমার ঐ মুখ

কানে বাজে তোমার গলার স্বর

তোমায় মনে পড়লে করি শুধু পাগলামি

উঠে এই মাতাল মনে ঝড়

এমন হবে কোনদিন আমি আগে ভাবিনি

এমন হবে কোনোদিন আমি আগে ভাবিনি

যে আমায় ছাড়া বাঁচতো না আজ সে কেন বিলীন

যদি থাকতে তুমি বাঁচতে আমার

লাগতো না কঠিন

যদি থাকতে তুমি

যদি থাকতে তুমি কাটতো আমার

দিনগুলো রঙ্গিন যদি থাকতে তুমি

♡♡@Forhad99♡♡

মাঝে মাঝে ভাবি সব দোষ যে আমারই

আমায় ভুলে যাওয়াটাই সহজ

♡♡♡♡

মাঝে মাঝে ভাবি সব দোষ যে আমারই

আমায় ভুলে যাওয়াটাই সহজ

তুমি কবে আসবে ভালোবাসবে আমাকে

এখনো এই আশায় থাকি রোজ

এমন হবে কোনদিন আমি আগে ভাবিনি

এমন হবে কোনোদিন আমি আগে ভাবিনি

যে আমায় ছাড়া বাঁচতো না আজ সে কেন বিলীন

যদি থাকতে তুমি বাঁচতে আমার

লাগতো না কঠিন

যদি থাকতে তুমি

যদি থাকতে তুমি কাটতো আমার

দিনগুলো রঙ্গিন যদি থাকতে তুমি

♡♡থ্যাংক ইউ♡♡

Davantage de Hasan S Iqbal

Voir toutlogo

Vous Pourriez Aimer