menu-iconlogo
huatong
huatong
avatar

Kobitar Gaan

HasanJoyhuatong
nikalia1huatong
Paroles
Enregistrements
লাললালালালালালালালালালালালালাল........

যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়

তবে প্রেমিকা কোথায় আর প্রেমই বা কোথায়?

যদি দিশেহারা ইশারাতে প্রেমই ডেকে যায়

তবে ইশারা কোথায় আর আশারা কোথায়?

যদি মিথ্যে মনে হয়

সব পুরানো কথা

যদি চায়ের কাপেতে জমে নীরবতা

যদি মিথ্যে মনে হয়

সব পুরানো কথা

যদি চায়ের কাপেতে জমে নীরবতা

তবে, বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়!

লাললালালালালালালালালালালালালাল........

যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয়

যদি সত্যিগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়

যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয়

যদি সত্যিগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়

তবে শুনে দেখ প্রেমিকের গানও অসহায়

লাললালালালালালালালালালালালালাল........

যদি অভিযোগ কেড়ে নেয় সব অধিকার

তবে অভিনয় হয় সবগুলো অভিসার

যদি ঝিলমিল নীল আলোতে ঢেকে দেয় আঁধার

তবে কি থাকে তোমার? বলো কি থাকে আমার?

যদি ভালবাসা সরে গেলে মরে যেতে হয়

কেন সেই প্রেম ফিরে এলে হেরে যেতে ভয়

যদি ভালবাসা সরে গেলে মরে যেতে হয়

কেন সেই প্রেম ফিরে এলে হেরে যেতে ভয়

শেষে কবিতারা দায়সারা গান হয়ে যায়!

লাললালালালালালালালালালালালালাল.........

যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়

তবে প্রেমিকা কোথায় আর প্রেমই বা কোথায়?

যদি দিশেহারা ইশারাতে প্রেমই ডেকে যায়

তবে ইশারা কোথায় আর আশারা কোথায়?

যদি মিথ্যে মনে হয়

সব পুরানো কথা

যদি চায়ের কাপেতে জমে নীরবতা

যদি মিথ্যে মনে হয়

সব পুরানো কথা

যদি চায়ের কাপেতে জমে নীরবতা

তবে, বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়!

লাললালালালালালালালালালালালালাল........

Davantage de HasanJoy

Voir toutlogo

Vous Pourriez Aimer

Kobitar Gaan par HasanJoy - Paroles et Couvertures