menu-iconlogo
logo

ki jala diye gela more

logo
Paroles
কি জ্বালা দিয়ে গেলা মোরে

নয়নের কাজল পরাণের বন্ধুরে

না দেখিলে পরাণ পোড়ে

কি দুঃখ দিয়ে গেলা মোরে

নয়নের কাজল পরাণের বন্ধুরে

না দেখিলে পরাণ পোড়ে

না দেখিলে পরাণ পোড়ে

না রাখি মাঠিতে না রাখি পাটিতে

না রাখি পালংকের উপরে

ও না রাখি মাটিতে না রাখি পাটিতে

না রাখি পালংকের উপরে

সিথির সিন্দুরে রাখিব বন্ধুরে

সিথির সিন্দুরে রাখিব বন্ধুরে

ভিড়িয়ে রেশমি ডরে

ভিড়িয়ে রেশমি ডরে

কি জ্বালা দিয়ে গেলা মোরে

নয়নের কাজল পরাণের বন্ধুরে

না দেখিলে পরাণ পোড়ে

বন্ধু পরবাসী পরের ঘরে আসি

এত ঘুমে কেনে ধরে

ও বন্ধু পরবাসী পরের ঘরে আসি

এত ঘুমে কেনে ধরে

কয়লা করে ধ্বনি পহায়লো রজনী

কয়লা করে ধ্বনি পহায়লো রজনী

না ডাকি ননদিনীর ডরে

না ডাকি ননদিনীর ডরে

কি জ্বালা দিয়ে গেলা মোরে

নয়নের কাজল পরাণের বন্ধুরে

না দেখিলে পরাণ পোড়ে

না দেখিলে পরাণ পোড়ে

না দেখিলে পরাণ পোড়ে