menu-iconlogo
logo

Ami abar kalanta pothchari/আলাদা আলাদা সব

logo
avatar
Iman Chakrabortylogo
🌺Chandra🌺🦂𝕁𝕊𝔾logo
Chanter dans l’Appli
Paroles
আমি আবার ক্লান্ত পথচারী

এই কাঁটার মুকুট লাগে ভারী,

গেছে জীবন দুদিকে দু'জনারই

মেনে নিলেও কি মেনে নিতে পারি?

ছুঁতে গিয়েও যেন হাতের নাগালে না পাই ..

এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই

কেমন যেন আলাদা আলাদা সব,

আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়

কেমন যেন আলাদা আলাদা সব।।

কুয়াশা ভেজা নামছে সিঁড়ি

অনেক নীচে জল,

সেখানে এক ফালি চাঁদ ভাসছে

করছে টলমল।

তাকে বাঁচাব বলে, জলে নেমেও

বাঁচাতে পারি না।

এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই

কেমন যেন আলাদা আলাদা সব,

আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়,

কেমন যেন আলাদা আলাদা সব।।

নবগ্রাম -পূর্ব বর্ধমান

কিছুটা গিয়েই দাঁড়িয়ে পড়ি

কী এসেছি ফেলে?

বরফে ঢেকেছে শয্যা আমার

কখন অবহেলে?

কীভাবে বদলে গেল চাওয়া পাওয়া

বুঝতে পারি না আর।

এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই

কেমন যেন আলাদা আলাদা সব,

আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়,

কেমন যেন আলাদা আলাদা সব।

আমি আবার ক্লান্ত পথচারী

এই কাঁটার মুকুট লাগে ভারী,

গেছে জীবন দুদিকে দু'জনারই

মেনে নিলেও কি মেনে নিতে পারি?

ছুঁতে গিয়েও যেন হাতের নাগালে না পাই ..

এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই

কেমন যেন আলাদা আলাদা সব,

আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়

কেমন যেন আলাদা আলাদা সব।।

Ami abar kalanta pothchari/আলাদা আলাদা সব par Iman Chakraborty - Paroles et Couvertures