menu-iconlogo
logo

O JIBON TOMAR SATHE

logo
Paroles
ও জীবন তোমার সাথে কাটাবো রূপকথাতে,

ও জীবন তোমার সাথে কাটাবো রূপকথাতে,

আজ ইচ্ছে মতো ভেসে, এই সব পেয়েছির দেশে,

ডানা মিলবো আকাশে।

দালানে সোনারকাঠি, এ মায়ার চড়ুইভাতি,

ধরো হাত একটু হাঁটি ছুটির ঠিকানায়।

আজ সব প্রশ্নের চৌকাঠ ভেঙে যায়,

পথ ঘাট স্বপ্নের তল্লাট হয়ে যায়।

মুঠো মুঠো ছোটোবেলা হঠাৎ জুটে যায়,

মুঠো মুঠো ছোটোবেলা হঠাৎ জুটে যায়।

বরণের পেয়ালাতে চুমুক, দেবো আজ দুজনে,

খুঁজে নেবো মগেরমুলুক, সিলেবাসে যা নেই।

আজ সব প্রশ্নের চৌকাঠ ভেঙ্গে যায়,

পথ ঘাট স্বপ্নের তল্লাট হয়ে যায়।

মুঠো মুঠো ছোটোবেলা হঠাৎ জুটে যায়।

ও জীবন তোমার সাথে কাটাবো রূপকথাতে,

ও জীবন তোমার সাথে কাটাবো রূপকথাতে,

আজ ইচ্ছে মতো ভেসে, এই সব পেয়েছির দেশে।

O JIBON TOMAR SATHE par Iman Chakraborty - Paroles et Couvertures