গান রেকর্ড করার সময় হেডফোন সাউন্ড একটু
কমিয়ে নিবেন।
মেয়েঃ} আজ থেকে নই আমি এই আমার।
আজ থেকে এই আমি শুধু তোমার।
ছেলেঃ} আজ থেকে নই আমি এই আমার।
আজ থেকে এই আমি শুধু তোমার।
আগলে রবো তোমায় ছাঁয়া হয়ে।
মেয়েঃ} যখন যেখানে যাও যে ভাবে।
তখন সেখানে পাবে সে ভাবে।
দাঁড়াবে না আর কিছু বাঁধা হয়ে।
ছেলেঃ} এ সময়ের অপেক্ষায়,
কতো দিন কেটেছে হায়!
অবশেষে পেলো কাছে মন তোমায়...।
আজ ভালোবাসো না।
মন খুলে হাসো না।
এ ছাড়া নেই কিছু আর চাওয়ার।
মেয়েঃ} চেয়েছি যে যাকে।
পেয়েছি যে তাকে।
সত্যি যে নেই কিছু, আর পাওয়ার।
মেয়েঃ} প্রেম কি তা,
এতো দিনে প্রেমে পড়ে তোমার বুঝেছি।
ছেলেঃ} ও... তাই আজও,
হাবু ডুবু প্রেমে তোমার খেয়ে চলেছি।
তুমি ছাড়া মন যে মানে না।
তুমি ছাড়া মন যে বাচেঁ না।
তুমি ছাড়া মন যে -মানে না।
তুমি ছাড়া মন যে বাচেঁ না।
মেয়েঃ} তুমি এখন, বেচে থাকার, সব আমার...।
ছেলেঃ} আজ ভালোবাসো না।
মন খুলে হাসো না।
এ ছাড়া নেই কিছু আর চাওয়ার।
মেয়েঃ} চেয়েছি যে যাকে।
পেয়েছি যে তাকে।
সত্যি যে নেই কিছু, আর পাওয়ার।
মেয়েঃ} এই মনে,
বেঁচের থাকার ইচ্ছে জাগে তুমি, আছো তাই।
ছেলেঃ} ও আজীবন।
যেনো এমন করে আমি তোমায় পাশে পাই।
তুমি ছাড়া মন যে মানে না।
তুমি ছাড়া মন যে বাঁচে না।
তুমি ছাড়া মন যে -মানে না।
তুমি ছাড়া মন যে বাঁচে না।
মেয়েঃ} তুমি এখন, বেচে থাকার, সব আমার...।
ছেলেঃ} আজ ভালোবাসো না।
মন খুলে হাসো না।
এ ছাড়া নেই কিছু আর চাওয়ার।
মেয়েঃ} চেয়েছি যে যাকে।
পেয়েছি যে তাকে।
সত্যি যে নেই কিছু, আর পাওয়ার।