menu-iconlogo
huatong
huatong
imran-khan-bolte-baki-koto-ki-cover-image

Bolte Baki koto Ki

Imran Khanhuatong
mjones927huatong
Paroles
Enregistrements
বলতে বাকী কত কি

পাবো তোর দেখা কি

আজও যেনো একা কী জীবন

তোর কথাই ভেবেছি

পথ হারিয়ে পেলেছি

কত ভালোবেসেছি যানে মন

তোর নামে লেখা চিঠি খুঝে বেড়ায়

আজ ঠিকানা..

তোর প্রেমে হেরে জিতি চেনা তুই

বড় যে অচেনা

তোর নামে লেখা চিঠি খুঝে ভেড়ায়

আজ ঠিকানা..

তোর প্রেমে হেরে জিতি চেনা তুই

বড়যে যে অচেনা

বলতে বাকী কত কি

পাবো তোর দেখা কি

আজও যেন একা কী জীবন

খুব গোপনে চেয়ে আনমনে

মন পুষেছে যতনে..

দুজনে এক পৃথিবী চেয়ে দেখ

ভাবছি তারে আমি অনেক..

ও..খুব গোপনে চেয়ে আনমনে

মন পুষেছে যতনে..

দুজনে এক পৃথিবী চেয়ে দেখ

ভাবছি তারে আমি অনেক..

হো..কিছু কিছু ভুল

মানেনা কনো মানা

বলতে বাকী কত কি

পাবো তোর দেখা কি

আজও যেনো একা কী জীবন

দিনেরী আলোতে, রাতেরী কালোতে

দেখি তোকে আমাতে..

দু হাত বাড়িয়ে, রয়েছি দাঁড়িয়ে

মন টা হঠাৎ হারিয়ে..

দিনেরী আলোতে, রাতেরী কালোতে

দেখি তোকে আমাতে..

দু হাত বিড়িয়ে, রয়েছি দাঁড়িয়ে

মন টা হঠাৎ হারিয়ে..

হো..কিছু কিছু ভুল

মানেনা কনো মানা

বলতে বাকী কত কি

পাবো তোর দেখা কি

আজও যনো একা কী জীবন..

Davantage de Imran Khan

Voir toutlogo

Vous Pourriez Aimer