menu-iconlogo
huatong
huatong
avatar

তোর বর্ষা চোখে

Imran Mahmudulhuatong
montgomeryvjhuatong
Paroles
Enregistrements
তোর বর্ষা চোখে,

ঝরতে দেবনা বৃষ্টি

তুই জাগবি সারারাত,

আমি আসবো হঠাৎ

তোর বর্ষা চোখে,

ঝরতে দেবনা বৃষ্টি

তুই জগবি সারারাত,

আমি আসবো হঠাৎ

তোর শুকনো ঠোঁটে,

ফোটাবো প্রেমের হাসি

তোকে প্রানের চেয়ে

বড় বেশি ভালোবাসি

তোকে প্রানের চেয়ে বড

বেশি ভালোবাসি

তোর বুকের গভীরে

দেবো আজ আলতো ছোঁয়া

ভালোবাসবি,

জনম ও ভর,

হৃদয়ে অনেক মায়া

তোর শুকনো ঠোঁটে,

ফোটাবো প্রেমের হাসি

তোকে প্রানের চেয়ে

বড় বেশি ভালোবাসি

তোকে প্রানের চেয়ে

বড় বেশি ভালোবাসি

ভুলে যাস না আমায়,

তুই ছাড়া বাচিনা

ও যত্নে,

রাখবো তোকে,

ফুলেরও বিছানায়

তোর শুকনো ঠোঁটে,

ফোটাবো প্রেমের হাসি

তোকে প্রানের চেয়ে

বড় বেশি ভালোবাসি

তোকে প্রাণের চেয়ে

বড় বেশি ভালোবাসি

Davantage de Imran Mahmudul

Voir toutlogo

Vous Pourriez Aimer

তোর বর্ষা চোখে par Imran Mahmudul - Paroles et Couvertures