menu-iconlogo
huatong
huatong
avatar

Ei Shundor Shornali Shandhay

Indranil Senhuatong
rbtboi73huatong
Paroles
Enregistrements
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়

একি বন্ধনে জড়ালে গো বন্ধু

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়

একি বন্ধনে জড়ালে গো বন্ধু

কোন রক্তিম পলাশের স্বপ্ন

মোর অন্তরে ছড়ালে গো, বন্ধু

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়

একি বন্ধনে জড়ালে গো বন্ধু

INTERLOUDE

আমলকি পিয়ালের কুঞ্জে ফন্দি

কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে বন্দি

INTERLOUDE

আমলকি পিয়ালের কুঞ্জে ফন্দি

কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে বন্দি

জানি কোন সুরে মোরে ভরালে গো বন্ধু

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়

একি বন্ধনে জড়ালে গো বন্ধু

INTERLOUDE

বাতাসের কথা সে তো কথা নয়

রূপ কথা ঝরে তার বাঁশিতে

আমাদেরও মুখে কোন কথা নেই

যেন দুটি আঁখি ভরে রাখে হাসিতে

বাতাসের কথা সে তো কথা নয়

রূপ কথা ঝরে তার বাঁশিতে

আমাদেরও মুখে কোন কথা নেই

যেন দুটি আঁখি ভরে রাখে হাসিতে

কিছু পরে দূরে তারা জ্বলবে

হয়তো তখন তুমি বলবে

INTERLOUDE

কিছু পরে দূরে তারা জ্বলবে

হয়তো তখন তুমি বলবে

জানি মালা কেন গলে পরালে গো, বন্ধু

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়

একি বন্ধনে জড়ালে গো বন্ধু

কোন রক্তিম পলাশের স্বপ্ন

মোর অন্তরে ছড়ালে গো, বন্ধু

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়

একি বন্ধনে জড়ালে গো বন্ধু

Davantage de Indranil Sen

Voir toutlogo

Vous Pourriez Aimer

Ei Shundor Shornali Shandhay par Indranil Sen - Paroles et Couvertures