menu-iconlogo
huatong
huatong
avatar

ভাইসাব 🦜তসিবা বেগম ও শেখ রাসেল

Jannat Ahmmedhuatong
⚜️𝐉𝐀𝐍𝐍𝐀𝐓🦜⚜️huatong
Paroles
Enregistrements
ময়মনসিংহ অঞ্চলের

আঞ্চলিক গান"ভাইসাব"

শিল্পীঃ তসিবা & শেখ রাসেল

কথা & সুরঃ শেখ রাসেল ও

শাহ জুয়েল কিশোর

সংগীতঃ সজিব দাস

১ম প্রথম পার্ট মেয়ে,২য় পার্ট ছেলে

চয়েস<>এ কে এম এনামুল হক

ময়মনসিংহ সদর

আপলোডঃ জান্নাত আহম্মেদ

গানের পাখি ফ্যামিলি

=============

F=ও ভাইসাব হগলে আইছুইন

কিতা খাইছুইন

আরেখটু বওহাইন

ও ভাইসাব হগলে আইছুইন

কিতা খাইছুইন

আরেখটু বওহাইন

আমার বইনে কিরোম আছে

তার আগে কওহাইন

ভাইসাব আমার বইনে কিরোম আছে

তার আগে কওহাইন

M=বাবি ব্যান বেলা আইছি

মেলাতা কাইছি

এহন বিদায় দেওহাইন

বাবি ব্যান বেলা আইছি

মেলাতা কাইছি

এহন বিদায় দেওহাইন

আমনের বইনে ভালাই আছে

নিচিন্তা থাওক্কাইন

আমনের বইনে বালাই আছে

নিচিন্তা থাওক্কাইন

===============

এমন কালজয়ী কিছু গানের

কালেকশন পেতে অবশ্যই

গানের পাখি ফ্যামিলির

পাশে থাকুন উপভোগ করুন

আপনাদের পছন্দের সব গান

চয়েস<>এ কে এম এনামুল হক

ময়মনসিংহ সদর

আপলোড<>জান্নাত আহম্মেদ

গানের পাখি ফ্যামিলি

==============

F=ভাইসাব বিছুনডা লওহাইন

বইয়া বইয়া নিজের শইলো

নিজেই বাও দেওহাইন

M=বাবি আমনেই বাও কাওহাইন

দেরি কইরা বারিদ গেলে

কানবো হোলাহাইন

F=ওরে আন্না হইলে হুইত্তা হুইত্তা

রেডিও বাজাইন

M=আমনের বইনের রেডুই বাল্লাগেনা

জালাফালা কান

F=আমার বইনে কিরোম আছে

তার আগে কওহাইন

M=আরে আমনের বইনে ভালাই আছে

নিচিন্তা থাওক্কাইন

==============

গান যদি মনের কথা বলে

তবে আসুন না অবসরে

গানের পাখি ফ্যামিলিতে

গানে গানেই ঘুচে যাক

মনের সব ক্লান্তি,আর হ্যাঁ?

মিউজিক ভালো লাগলে

ফলো দিতে ভুলবেন না যেন?

চয়েস<>এ কে এম এনামুল হক

ময়মনসিংহ সদর

আপলোড<>জান্নাত আহম্মেদ

==============

F=ও ভাইসাব সামনের শুক্কুরবার....

চান্দো আলীর বান্নি অইবো

নেমতফুর বাজার....

M=বাবি আয়ামনে সামনে বার.....

এন্তে যাইয়া বন্দো যায়াম

কত কাম আমার

F=বাইসাব বান্নি হরতাম

টেহা নাইগা টেহা দেও যাওহাইন

M=বাবি বারিদ যাওনের বারা নাইগা

ছেছরামি ছারহাইন

F=আমার বইনে কিরোম আছে

তার আগে কওহাইন

M=আরে আমনের বইনে ভালাই আছে

নিচিন্তা থাওক্কাইন

================

আমার এই সামান্য প্রচেষ্টা

যদি ভালো লাগে তবে

পাশেই থাকবেন, কেননা

আপনাদের উৎসাহ পেলে

আরও সুন্দর গানের মিউজিক

উপহার দিতে পারব আশা করি

চয়েস<>এ কে এম এনামুল হক

ময়মনসিংহ সদর

আপলোড<>জান্নাত আহম্মেদ

=================

F=ও ভাইসাব কালখর দিন ফরে....

বাউলা গানের আসর অইব

চামড়া বন্দরে......

M=আমরা নিথুনা মদনহুর

প্রত্যেক বিশ্যুদবারে আসর জমে

সন্ধ্যা থাইক্কা ভুর

F=হুনসি জুয়েল কিশোর গান গাইব নি

গান হুইন্না যাওহাইন

M=আরে বাউলা গানের লাইগা আমার

উতাল এই ফরান

F=আমার বইনে কিরোম আছে

তার আগে কওহাইন

M=আরে আমনের বইনে ভালাই আছে

নিচিন্তা থাওক্কাইন

F=আমার বইনে কিরোম আছে

তার আগে কওহাইন

M=আরে আমনের বইনে ভালাই আছে

নিচিন্তা থাওক্কাইন

ধন্যবাদ_____

Davantage de Jannat Ahmmed

Voir toutlogo

Vous Pourriez Aimer