menu-iconlogo
logo

Aaj Modhu Raat Amar Phul Shojja

logo
Paroles
সানাই টা আজ বলছে কি

আমি জানি সেই কথা

রাত জেগে কেউ শুনছে কি

আমি শুধু শুনছি তা

কি করে বলি, এই প্রান চায় যা

আজ মধু রাত আমার ফুল সয্যা

আজ মধু রাত আমার ফুল সয্যা

আজ মধু রাত আমার ফুল সয্যা

আজ মধু রাত আমার ফুল সয্যা

সানাই টা আজ বলছে কি

আমি জানি সেই কথা

রাত জেগে কেউ শুনছে কি

আমি শুধু শুনছি তা

কি করে বলি, এই প্রান চায় যা

আজ মধু রাত আমার ফুল সয্যা

আজ মধু রাত আমার ফুল সয্যা

আজ মধু রাত আমার ফুল সয্যা

আজ মধু রাত আমার ফুল সয্যা

এই বাসর ঘর ফুলে সাজানো

আর জ্বলছে ধুপ প্রীতির সুগন্ধে

এই বাসর ঘর ফুলে সাজানো

আর জ্বলছে ধুপ প্রীতির সুগন্ধে

ঐ পালংকে বসেছো যে তুমি

এক প্রতিমার ভঙ্গি আর ছন্দে

ঐ ঘোমটা ফেলে দাও

এই হাতটা ধরো না

হায় রাত বাকী নেই আর

কিছু গল্প করো না

এই রাত ভোর হলে ফিরে পাবে না

আজ মধু রাত আমার ফুল সয্যা

আজ মধু রাত আমার ফুল সয্যা

আজ মধু রাত আমার ফুল সয্যা

আজ মধু রাত আমার ফুল সয্যা

এই একটি রাত জাগবো বলে

হায় কতো রাত করেছি প্রতীক্ষা

এই একটি রাত জাগবো বলে

হায় কতো রাত করেছি প্রতীক্ষা

আজ সব কিছু দিলাম তোমায়

দাও আমাকে ভালোবাসায় দীক্ষা

কোন সাত পাকেতে নয়

কোন মন্ত্র বুঝি না

যদি মনটা পাই তোমার

কিছু আর তো খুজি না

গানে প্রানে বাধা রাখী

খোলা যাবে না

আজ মধু রাত আমার ফুল সয্যা

আজ মধু রাত আমার ফুল সয্যা

আজ মধু রাত আমার ফুল সয্যা

আজ মধু রাত আমার ফুল সয্যা

সানাই টা আজ বলছে কি

আমি জানি সেই কথা

রাত জেগে কেউ শুনছে কি

আমি শুধু শুনছি তা

কি করে বলি, এই প্রান চায় যা

আজ মধু রাত আমার ফুল সয্যা

আজ মধু রাত আমার ফুল সয্যা

আজ মধু রাত আমার ফুল সয্যা

আজ মধু রাত আমার ফুল সয্যা

Aaj Modhu Raat Amar Phul Shojja par Jeet Gannguli - Paroles et Couvertures