menu-iconlogo
huatong
huatong
avatar

তোর মনের পিঞ্জিরায়

Jisan Khan Shuvohuatong
jeannelys1huatong
Paroles
Enregistrements
আরে যার কারণে ছাড়লাম আমি জগত সংসার

তবুও সে পাষান বন্ধু হইলো না আমার

আমার দুঃখে কান্দে আকাশ কান্দেরে জমিন

নিদয়া তুই পাষান বন্ধু এতো রে কঠিন

যার কারণে ছাড়লাম আমি জগত সংসার

তবুও সে পাষান বন্ধু হইলো না আমার

আমার দুঃখে কান্দে আকাশ কান্দেরে জমিন

নিদয়া তুই পাষান বন্ধু এতো রে কঠিন

তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই

কারে এতো করলি আপন পর করে আমায়

তুই ভালো থাকিস বন্ধু আমার

সুখে থাকিস রোজ

তোর স্বপ্নে আমি আসবো ঠিকই

নিতে তোর খোঁজ ...

তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই

কারে এতো করলি আপন পর করে আমায়

তুই ভালো থাকিস বন্ধু আমার

সুখে থাকিস রোজ

তোর স্বপ্নে আমি আসবো ঠিকই

নিতে তোর খোঁজ ...

Davantage de Jisan Khan Shuvo

Voir toutlogo

Vous Pourriez Aimer

তোর মনের পিঞ্জিরায় par Jisan Khan Shuvo - Paroles et Couvertures