menu-iconlogo
huatong
huatong
joler-gaan-phulchashir-gaan-cover-image

Phulchashi’r Gaan

Joler Gaanhuatong
nanita_106huatong
Paroles
Enregistrements
তোমার এক হাতে দিবো টুকটুকে লাল বেলুন

আর অন্য হাতে সূঁচালো আলপিন

খেলো তুমি যেমন ইচ্ছে, তোমার খেয়াল খুশি

আমি আমার রাজ্যে তোমার জন্য হাজার বেলুন পুষি

তোমার এক হাতে দিবো টুকটুকে লাল বেলুন

আর অন্য হাতে সূঁচালো আলপিন

তোমার এক হাতে দিবো টুকটুকে লাল বেলুন

আর অন্য হাতে সূঁচালো আলপিন

খেলো তুমি যেমন ইচ্ছে, তোমার খেয়াল খুশি

আমি আমার রাজ্যে তোমার জন্য হাজার বেলুন পুষি

এসো, বসো আমার উঠানে

বুক ভরে নাও শ্বাস

শীতল পাটি বিছিয়ে দেবো

তালপাখার বাতাস

এসো, বসো আমার উঠানে

বুক ভরে নাও শ্বাস

শীতল পাটি বিছিয়ে দেবো

তালপাখার বাতাস

আমার হৃদয়পুরের শুক পাখিটা অসুখ নিয়েও হাসে

খাঁচায় বন্দী জেনেও পাখি বাসতে ভালোবাসে

আমার হৃদয়পুরের শুক পাখিটা অসুখ নিয়েও হাসে

খাঁচায় বন্দী জেনেও পাখি বাসতে ভালোবাসে

তোমায় আকাশ দিলাম, বাতাস দিলাম, মেঘকে দিলাম ডানা

উড়ে বেড়াও যেথা খুশি, কে করিলো মানা?

উড়ো উড়ো মেঘ পাখি, যাও যেথা খুশি

আমি তোমার জন্য পাঁজর জুড়ে অচিন পাখি পুষি

এসো, বসো আমার উঠানে

বুক ভরে নাও শ্বাস

শীতল পাটি বিছিয়ে দেবো

তালপাখার বাতাস

এসো, বসো আমার উঠানে

বুক ভরে নাও শ্বাস

শীতল পাটি বিছিয়ে দেবো

তালপাখার বাতাস

আমার মনের বনে ফুটলো যে ফুল, ভুল ডালে তার বাসা

হৃদয়পুরে বন্ধু তোমার নিত্য যাওয়া আসা

আমার মনের বনে ফুটলো যে ফুল, ভুল ডালে তার বাসা

হৃদয়পুরে বন্ধু তোমার নিত্য যাওয়া আসা

তোমায় বন দিলাম, মন দিলাম, ফুলকে দিলাম ডানা

প্রজাপতি হলো, তারে কে করিলো মানা?

উড়ো উড়ো ফুলপতি, যাও যেথা খুশি

আমি তোমার জন্য আবার নাহয় হবো ফুল চাষী

এসো, বসো আমার উঠানে

বুক ভরে নাও শ্বাস

শীতল পাটি বিছিয়ে দেবো

তালপাখার বাতাস

এসো, বসো আমার উঠানে

বুক ভরে নাও শ্বাস

শীতল পাটি বিছিয়ে দেবো

তালপাখার বাতাস

এসো, বসো আমার উঠানে

বুক ভরে নাও শ্বাস

শীতল পাটি বিছিয়ে দেবো

তালপাখার বাতাস

Davantage de Joler Gaan

Voir toutlogo

Vous Pourriez Aimer