menu-iconlogo
logo

Ami Tomar Ke

logo
Paroles
আমি তোমার কে?

প্রশ্ন করে দেখো তুমি তোমার তুমিকে

আমি তোমার কে?

প্রশ্ন করে দেখো তুমি তোমার তুমিকে

তোমার তুমি-′র মাঝে মাঝে আমার আমি খুঁজে খুঁজে

তোমার তুমি-'র মাঝে মাঝে আমার আমি খুঁজে খুঁজে

অবশেষে পেয়ে গেলাম আমার তুমিকে

আমি তোমার কে?

প্রশ্ন করে দেখো তুমি তোমার তুমিকে

আমি তোমার কে?

প্রশ্ন করে দেখো তুমি তোমার তুমিকে

পাহাড় বলো, নদী বলো, আকাশভরা তারা

সবকিছুতেই প্রাণের অভাব আমার তুমি ছাড়া

পাহাড় বলো, নদী বলো, আকাশভরা তারা

সবকিছুতেই প্রাণের অভাব আমার তুমি ছাড়া

তোমার তুমি-′র মাঝে মাঝে আমার আমি খুঁজে খুঁজে

তোমার তুমি-'র মাঝে মাঝে আমার আমি খুঁজে খুঁজে

অবশেষে পেয়ে গেলাম আমার তুমিকে

আমি তোমার কে?

প্রশ্ন করে দেখো তুমি তোমার তুমিকে

আমি তোমার কে?

প্রশ্ন করে দেখো তুমি তোমার তুমিকে

ঘুম কিংবা জাগরণে তোমার মাঝেই রই

তোমায় ছাড়া স্বপ্ন দেখার মানুষ আমি নই

ঘুম কিংবা জাগরণে তোমার মাঝেই রই

তোমায় ছাড়া স্বপ্ন দেখার মানুষ আমি নই

তোমার তুমি-'র মাঝে মাঝে আমার আমি খুঁজে খুঁজে

তোমার তুমি-′র মাঝে মাঝে আমার আমি খুঁজে খুঁজে

অবশেষে পেয়ে গেলাম আমার তুমিকে

আমি তোমার কে?

প্রশ্ন করে দেখো তুমি তোমার তুমিকে

আমি তোমার কে?

প্রশ্ন করে দেখো তুমি তোমার তুমিকে