তোমাকে
ভালোবাসি বলে
কাছে ডাকি বলে
পেয়েছো আমায় খুব
আমিও
চলে যেতে পারি
ভুলে যেতে পারি
দিতে পারি ডুব
তোমাকে
ভালোবাসি বলে
কাছে ডাকি বলে
পেয়েছো আমায় খুব
আমিও
চলে যেতে পারি
ভুলে যেতে পারি
দিতে পারি ডুব
তোমার জন্যে খুব অরণ্যে
হতে পারি জোনাকী
আমার জন্যে হয়ে হন্যে
স্বপ্নগুলো ছোঁবে কি?
তোমার জন্যে খুব অরণ্যে
হতে পারি জোনাকী
আমার জন্যে হয়ে হন্যে
স্বপ্নগুলো ছোঁবে কি?
শুধু তোমার জন্যে সব
কল্পনার দেবো সত্যি রূপ
তোমাকে
ভালোবাসি বলে
কাছে ডাকি বলে
পেয়েছো আমায় খুব
আমিও
চলে যেতে পারি
ভুলে যেতে পারি
দিতে পারি ডুব
তোমাকে
ভালোবাসি বলে
কাছে ডাকি বলে
পেয়েছো আমায় খুব
আমিও
চলে যেতে পারি
ভুলে যেতে পারি
দিতে পারি ডুব (দিতে পারি ডুব)
তোমাকে (তোমাকে)
ভালোবাসি বলে (ভালোবাসি বলে)
কাছে ডাকি বলে (কাছে ডাকি বলে)
পেয়েছো আমায় খুব (পেয়েছো আমায় খুব)
আমিও (আমিও)
চলে যেতে পারি (চলে যেতে পারি)
ভুলে যেতে পারি (ভুলে যেতে পারি)
দিতে পারি ডুব (দিতে পারি ডুব)