মন খারাপের আকাশ আমার দেখবে যদি আসো
বলবো না তো এই আমাকে একটু ভালোবাসো
মন খারাপের আকাশ আমার দেখবে যদি আসো
বলবো না তো এই আমাকে একটু ভালোবাসো
নিজের ভেতর থাকো তুমি, আমার দুঃখে হাসো
বলবো না তো এই আমাকে একটু ভালোবাসো
হাজার, লাখ ও কোটি বোঝো, বোঝো না তো মন
আমার কথা যাও এড়িয়ে, যাও সারাটি ক্ষণ
হাজার, লাখ ও কোটি বোঝো, বোঝো না তো মন
আমার কথা যাও এড়িয়ে, যাও সারাটি ক্ষণ
হয়নি জানা আজও তুমি কোন স্বপ্নে ভাসো
বলবো না তো এই আমাকে একটু ভালোবাসো
পাহাড়, নদী, আকাশ দেখো, দেখো না এ পথ
আমার ছায়া দাও সরিয়ে, করো যে অমত
পাহাড়, নদী, আকাশ দেখো, দেখো না এ পথ
আমার ছায়া দাও সরিয়ে, করো যে অমত
হয়নি জানা আজও তুমি কোন স্বপ্নে ভাসো
বলবো না তো এই আমাকে একটু ভালোবাসো
মন খারাপের আকাশ আমার দেখবে যদি আসো
বলবো না তো এই আমাকে একটু ভালোবাসো
মন খারাপের আকাশ আমার দেখবে যদি আসো
বলবো না তো এই আমাকে একটু ভালোবাসো
নিজের ভেতর থাকো তুমি, আমার দুঃখে হাসো
বলবো না তো এই আমাকে একটু ভালোবাসো