music by:rainy sky
সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না
তোমার জন্য মিছেমিছি রাতও জাগিনা
সত্যি বলছি তোমায় নিয়ে আর স্বপ্ন দেখি না
তোমার জন্য মিছেমিছি কাব্য লিখি না
এখন তোমার জন্য আমার কোন সময় নেই
এখন আমি ভালোবাসি শুধু আমাকেই
এখন আমি ভালোবাসি শুধু আমাকেই
সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না
তোমার জন্য মিছেমিছি রাতও জাগিনা
এখন আমার সঙ্গী আকাশ রাতের ধ্রুবতারা
বৃষ্টি সঙ্গী করে ভালো আছি তোমায় ছাড়া
এখন আমার সঙ্গী আকাশ রাতের ধ্রুবতারা
বৃষ্টি সঙ্গী করে ভালো আছি তোমায় ছাড়া
সময় পেলে উদাস মনে দেখি জোছনা
তোমার জন্য মিছেমিছি কাব্য লিখি না
সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না
তোমার জন্য মিছেমিছি রাতও জাগিনা
music rainy sky
এখন আমার সঙ্গী গিটার সুরের ডানা মেলা
ইচ্ছে সঙ্গী করে ভালো আছি তোমায় ছাড়া
এখন আমার সঙ্গী গিটার সুরের ডানা মেলা
ইচ্ছে সঙ্গী করে ভালো আছি তোমায় ছাড়া
সময় পেলে উদাস মনে দেখি জোছনা
তোমায় নিয়ে মিছেমিছি স্বপ্ন দেখি না
সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না
তোমার জন্য মিছেমিছি রাতও জাগিনা
সত্যি বলছি তোমায় নিয়ে আর স্বপ্ন দেখি না
তোমার জন্য মিছেমিছি কাব্য লিখি না
এখন তোমার জন্য আমার কোন সময় নেই
এখন আমি ভালোবাসি শুধু আমাকেই
এখন আমি ভালোবাসি শুধু আমাকেই
নারে নারে নানানা নারা নারা হো..
নারে নারে নানানা নারা নারা হো..