menu-iconlogo
logo

Tomar Jonno

logo
Paroles
এই যে আমার স্বপ্ন দেখা তোমার জন্য

এই যে আমার জোছনা মাখা তোমার জন্য

এই যে আমার স্বপ্ন দেখা তোমার জন্য

এই যে আমার জোছনা মাখা তোমার জন্য

সোডিয়াম শহরে জেগে থাকা রাত তোমার জন্য

দারুণ দুপুরে রোদে মাখামাখি তোমার জন্য, তোমার জন্য

হয়তো তুমি বোঝো সবই

হয়তো তুমি বোঝো না কিছু

হন্যে হয়ে প্রেমাতাল আমি

ঘুরছি তোমার পিছু পিছু

হয়তো তুমি বোঝো সবই

হয়তো তুমি বোঝো না কিছু

হন্যে হয়ে প্রেমাতাল আমি

ঘুরছি তোমার পিছু পিছু

সোডিয়াম শহরে জেগে থাকা রাত তোমার জন্য

দারুণ দুপুরে রোদে মাখামাখি তোমার জন্য, তোমার জন্য

এই যে আমার স্বপ্ন দেখা তোমার জন্য

এই যে আমার জোছনা মাখা তোমার জন্য

এই যে আমার স্বপ্ন দেখা তোমার জন্য

এই যে আমার জোছনা মাখা তোমার জন্য

সোডিয়াম শহরে জেগে থাকা রাত তোমার জন্য

দারুণ দুপুরে রোদে মাখামাখি তোমার জন্য, তোমার জন্য