না রাখা কিছু কথা
সময়েরই ঝরা পাতা
দিয়ে যায় শুধু ব্যাথা এ বুকে
থেমে যাওয়া সেই গানে
জমে থাকা অভিমানে
বৃষ্টি থামে না দু চোখে
ও মন কাঁদেরে কাঁদেরে
স্মৃতি মুছে না
ও মন কাঁদেরে কাঁদেরে কাঁদেরে
স্মৃতি মুছে না
ও
আয়না মন ভাঙ্গা আয়না
যায়না ব্যাথা ভোলা যায়না
সয়না এই ব্যাথা যে সয়না