menu-iconlogo
huatong
huatong
avatar

BASAN PARO MAA

JUST FEELhuatong
ᴹᴿ᭄𝑲𝑶𝑼𝑺𝑰𝑲(MJⓂ️)huatong
Paroles
Enregistrements
SONG

বসন পরো মা, বসন পরো মা

বসন পরো, পরো মা গো

বসন পরো মা।

চন্দনে চর্চিত জবা পদে দিব আমি গো

বসন পরো মা পরো, বসন পরো মা।

বসন পরো, পরো মা গো, বসন পরো মা।

কালীঘাটের কালি তুমি, কৈলাশে ভবানী

বৃন্দাবনে রাধা প্যারির, গোকুলে গোপিনী।

পাতালেতে ছিলে মাগো হ​য়ে ভদ্রকালি

কত দেবতা করেছে পুজা দিয়ে নরবলি গো

বসন পরো মা পরো, বসন পরো মা।

পশিতের উজীর ধারা, গলে মুণ্ডমালা

হেট মুখে চেয়ে দেখো পদতলে ভোলা

মাথায় সোনার মুকুট ঠেকিছে গগনে

মা হয়ে বালকের কাছে উলঙ্গ কেমনে

তুমি পাগল পতি পাগল

মাগো আরও আছে পাগল

প্রসাদও হয়েছে পাগল

চরণ পাবার আসে গো

বসন পরো মা পরো, বসন পরো মা।

বসন পরো, পরো মা গো

বসন পরো মা ...

Davantage de JUST FEEL

Voir toutlogo

Vous Pourriez Aimer

BASAN PARO MAA par JUST FEEL - Paroles et Couvertures