menu-iconlogo
huatong
huatong
avatar

SE AMAR CHOTO BON

JUST FEELhuatong
ᴹᴿ᭄𝑲𝑶𝑼𝑺𝑰𝑲(💕ADM💕)huatong
Paroles
Enregistrements
SONG

মা-র স্নেহ কাকে বলে জানিনা

বাবার মমতা কি বুঝতে না বুঝতেই

এ বিরাট পৃথিবীতে দেখলাম

সে ছাড়া আমার আর কেউ নেই

সে আমার ছোট বোন,

বড় আদরের ছোট বোন।

সে আমার ছোট বোন,

বড় আদরের ছোট বোন।

ভালো করে যখন সে কথা শেখেনি

তখন থেকেই সে গেয়ে যেত গান

বাজনার হাত ছিল ভালই আমার

তার সাথে বাজাতাম দিয়ে মন প্রাণ

রাস্তায় ভিড় করে শুনত সবাই

অবাক হতো যে কতো জ্ঞানী-গুণী জন

ভোরবেলা তার গানে ঘুম ভাঙত

রাতে তাকে বাজনায় ঘুম পড়াতাম

ভাইয়ের বাজনা আর বোনের গানে

সহজ সরল সেই দিন কাটাতাম

ছোট্টো একটি ঘর এ দুটি মানুষ

এই ছিল আমাদের সুখের ভুবন।

সে আমার ছোট বোন,

বড় আদরের ছোট বোন।

একদিন যখন সে একটু বড়

প্রথম সুযোগ এলো এক জলসায়

মুগ্ধ শ্রোতারা তার কন্ঠ শুনে

দু হাত ভরালো তার ফুলের তোড়ায়

ঘরে এসে আমায় সে করলো প্রনাম

প্রথম ভরলো জলে আমার নয়ন।

সে আমার ছোট বোন,

বড় আদরের ছোট বোন।

তারপর কি যে হলো গান শুধু গান,

তারপর কি যে হলো গান শুধু গান

ছড়িয়ে পড়ল তার আরো বেশি নাম

শ্রোতারা উজাড় করে দিল উপহার

দিলোনা সময় শুধু নিতে বিশ্রাম

ক্লান্তির ক্ষমা নেই ওদের কাছে

আরো বেশি দিতে হবে বুঝে নিল মন।

সে আমার ছোট বোন,

বড় আদরের ছোট বোন।

একদিন শহরের সেরা জলসা

সেদিন-ই গলায় তার দারুন জ্বালা

তবুও শ্রোতারা তাকে দিলোনা ছুটি

শেষ গান গাইল সে পরে শেষ মালা

শিল্পের জন্য শিল্পী শুধু

এছাড়া নেই যে তার অন্য জীবন

নিরব হোলো ছোট বোন

বড় আদরের ছোট বোন।

নিরব হোলো ছোট বোন

বড় আদরের ছোট বোন।

তার গান থেমে গেছে, নেই শ্রোতা আর

আমি একা বসে আছি, স্মৃতি নিয়ে তার

আনন্দ নিয়ে গেছে ওরা সকলে

দুঃক্ষটা হোক আজ শুধুই আমার

অনুযোগ এতো নয় এই শিল্পীর

ভাই বোন সকলেরই ভাগ্য লিখন।

সে আমার ছোট বোন,

বড় আদরের ছোট বোন ..

Davantage de JUST FEEL

Voir toutlogo

Vous Pourriez Aimer