menu-iconlogo
huatong
huatong
kanika-banerjee-kholo-kholo-dwar-cover-image

Kholo Kholo Dwar

Kanika Banerjeehuatong
ngdanhhuatong
Paroles
Enregistrements
খোল খোল দ্বার রাখিওনা আর

বাহিরে আমায় দাঁড়ায়ে…..

দাও সাড়া দাও এই দিকে চাও…..

এসো দুই বাহু বাড়ায়ে।

খোল খোল দ্বার রাখিওনা আর

বাহিরে আমায় দাঁড়ায়ে

দাও সাড়া দাও এই দিকে চাও…..

এসো দুই বাহু বাড়ায়ে।

খোল খোল দ্বার রাখিওনা আর

বাহিরে আমায় দাঁড়ায়ে

কাজ হয়ে গেছে সারা…….

উঠেছে সন্ধ্যা তাঁরা

কাজ হয়ে গেছে সারা…….

উঠেছে সন্ধ্যা তাঁরা

আলোকেও খেয়া হয়ে গেলো দেয়া……

অস্ত সাগর পারায়ে

খোল খোল দ্বার রাখিওনা আর

বাহিরে আমায় দাঁড়ায়ে।…

ভরিল কি জারি, এনেছ কি বারি

সেজেছ কি সূচী দুকুলে

বেঁধেছ কি চুল, তুলেছে কি ফুল

গেঁথেছ কি মালা মুকুলে।

ভরিল কি জারি, এনেছ কি বারি

সেজেছ কি সূচী দুকুলে

বেঁধেছ কি চুল, তুলেছে কি ফুল

গেঁথেছ কি মালা মুকুলে।

ধেনু এলো গোঠে ফিরে

পাখিরা এসেছে নীড়ে

ধেনু এলো গোঠে ফিরে

পাখীরা এসেছে ফিরে

পথ ছিল যত জুড়িয়া জগত

আঁধারে গিয়েছে হারায়ে।

খোল খোল দ্বার রাখিওনা আর

বাহিরে আমায় দাঁড়ায়ে

দাও সাড়া দাও এই দিকে চাও…..

এসো দুই বাহু বাড়ায়ে।

খোল খোল দ্বার রাখিওনা আর

বাহিরে আমায় দাঁড়ায়ে

দাও সাড়া দাও এই দিকে চাও…..

এসো দুই বাহু বাড়ায়ে।

খোল খোল দ্বার রাখিওনা আর

বাহিরে আমায় দাঁড়ায়ে

Davantage de Kanika Banerjee

Voir toutlogo

Vous Pourriez Aimer