M এতো কাছে আছো তুমি
তবু দূরে মনে হয়।
আরো কাছে এসে তুমি
ছুঁয়ে দাও এ হৃদয়
F এতো কাছে আছো তুমি
তবু দূরে মনে হয়।
আরো কাছে এসে তুমি
ছুঁয়ে দাও এ হৃদয়
M F আজ এই দিনটা হোক দু'জনার
ভালোবাসাতে আরো মধু ময়
ভালোবাসাতে আরো মধু ময়
F ছুঁয়ে ছুঁয়ে হাতটা তোমার
হয়ে যাবো হাওয়া
M হো... চুপি সারে করবো পূরণ
মনের যত চাওয়া
F ছুঁয়ে ছুঁয়ে হাতটা তোমার
হয়ে যাবো হাওয়া
M হো... চুপি সারে করবো পূরণ
মনের যত চাওয়া।
M F অনুভবে হারিয়ে যাওয়া...
এই তো সময়... এই তো সময়।
এই তো সময়... এই তো সময়।
F চেয়ে চেয়ে তোমার পানে
খুঁজবো প্রেমেরী মানে
M হো... ভালোবাসার অথৈই জলে
ভিজবো যে গোপনে।
F চেয়ে চেয়ে তোমার পানে
খুঁজবো প্রেমেরী মানে
M হো.. ভালোবাসার অথৈই জলে
ভিজবো যে গোপনে।
M F অনুভবে হারিয়ে যাওয়া
এই তো সময়... এই তো সময়।
এই তো সময়... এই তো সময়।
M এতো কাছে আছো তুমি
তবু দূরে মনে হয়।
আরো কাছে এসে তুমি
ছুঁয়ে দাও এ হৃদয়।
F এতো কাছে আছো তুমি
তবু দূরে মনে হয়।
আরো কাছে এসে তুমি
ছুঁয়ে দাও এ হৃদয়।
M F আজ এই দিনটা হোক দু'জনার
ভালোবাসাতে আরো মধু ময়
ভালোবাসাতে আরো মধু ময়