menu-iconlogo
huatong
huatong
keshab-dey-chole-gecho-tate-ki-cover-image

Chole Gecho Tate Ki

Keshab Deyhuatong
62071087076huatong
Paroles
Enregistrements
আ আ আ...

চলে গেছো তাতে কি

ভালোবেসে মরেছি,

তুমি আছো হৃদয়ের আয়নায়।

লোকে আমারে শুধায়

ভালোবাসা কারে কয় বলো না?

লোকে আমারে শুধায়

ভালোবাসা কারে কয় বলো না?

হাসতে কেন তুমি শেখালে আমায়

কেনই বা বলো কাঁদালে?

কেন করেছিলে এতটা আপন

যদি হারাবে আড়ালে।

আজ সব স্মৃতি কি

বলো হয়ে গেছে শেষ বলোনা ?

আ আ আ...

কেন হঠাৎ এসে পাশে দাঁড়িয়ে

ধরেছিলে এই হাত,

জানো কি তুমি ছাড়া কিভাবে কাটে

একাকী আমার এই রাত।

আজ সব চাওয়া কি

বলো ফুরিয়ে গেছে বলোনা?

আ আ আ...

বলেছিলে এক আকাশে উড়বো আজীবন

চুপিচুপি হবে আলাপন,

হাতে হাত রেখে কাটাবো জীবন

কথা হবে অকারণ।

আজ সব কথা কি

বলো হয়ে গেছে শেষ বলোনা?

আজ সব কথা কি

বলো হয়ে গেছে শেষ বলোনা?

আ আ আ...

Davantage de Keshab Dey

Voir toutlogo

Vous Pourriez Aimer