menu-iconlogo
logo

ও সাথী আমার তুমি কেন চলে যাও

logo
Paroles
ও সাথী আমার তুমি কেন চলে যাও

ও সাথী আমার তুমি কেন চলে যাও

ও সাথী আমার তুমি কেন চলে যাও

কি দোষ করেছি এই কথা বলে যাও

ও সাথী আমার তুমি কেন চলে যাও

কি দোষ করেছি এই কথা বলে যাও

ও সাথী আমার তুমি কেন চলে যাও

দেখো, এতো রাগ ভালো নয়, রাগলে!

তোমাকে লাগে ভয়,

আমি, কাছে আর আসবো না, তোমায়

ভালো আর বাসবো না

কথায় কথায় তুমি কেন এতো জলে যাও

ও সাথী আমার তুমি কেন চলে যাও

কি দোষ করেছি এই কথা বলে যাও

ও সাথী আমার তুমি কেন চলে যাও

আমি, তোমাকে ছাড়বো না, থাকতে!

একা তো পারবো না

না না, ভেঙোনা আমার মন

আমি, তোমার খুব আপন জন

মিষ্টি মিষ্টি কথা আমায় একটু বলে যাও

ও সাথী আমার তুমি কেন চলে যাও

ও সাথী আমার তুমি কেন চলে যাও

কি দোষ করেছি এই কথা বলে যাও.

ধন্যবাদ

ও সাথী আমার তুমি কেন চলে যাও par Khalid Hasan Millu - Paroles et Couvertures