menu-iconlogo
huatong
huatong
khalid-hasan-millu--cover-image

যে প্রেম স্বর্গ থেকে এসে

Khalid Hasan Milluhuatong
ruz.beliahuatong
Paroles
Enregistrements
যে প্রেম স্বর্গ থেকে এসে

খালিদ হাসান মিলু

আপলোড বাই দেবজানি

দেবজানি

যে প্রেম স্বর্গ থেকে এসে

জীবনে অমর হয়ে রয়

যে প্রেম স্বর্গ থেকে

এসে জীবনে অমর হয়ে রয়

সেই প্রেম আমাকে দিও

জেনে নিও

তুমি আমার

তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়

তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়

দেবজানি

তুমি আর আমি আর কেউ নাই

এমন একটা যদি পৃথিবী হয়

মিলনের সুখে ভরে যায় বুক

যেখানে আছে শুধু সুখ আর সুখ

সেই সুখ আমাকে দিও

জেনে নিও

তুমি আমার

তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়

তুমি আমার প্রানের চেয়ে প্রিয়

দেবজানি বিজয়

চাইনা কিছুই তো জীবনে আর

তোমার মুখটা যদি দেখি একবার

এ জীবন করেছ কত যে মধুর

হৃদয়ে কত গান কত যে সুর

সেই সুর আমাকে দিও

জেনে নিও

তুমি আমার

তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়

তুমি আমার প্রানের চেয়ে প্রিয়

Davantage de Khalid Hasan Millu

Voir toutlogo

Vous Pourriez Aimer