menu-iconlogo
logo

অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন

logo
Paroles
আপলোড বাই

দেবজানি

খালিদ হাসান মিলু কনক চাঁপা

আ আ আ আ আ আ

অনেক স্বাধনার পরে আমি পেলাম তোমার মন

পেলাম খুজে এ ভুবনে আমার আপনজন।

তুমি বুকে টেনে নাও না প্রিয়ো আমাকে

আমি ভালবাসি, ভালবাসি, ভালবাসি তোমাকে।

অনেক স্বাধনার পরে আমি পেলাম তোমার মন

পেলাম খুজে এ ভুবনে আমার আপনজন।

দেবজানি বিজয়

বিধাতা আমাকে তোমার জন্য গড়েছে আপন হাতে

জীবনে মরনে, আধারে

আলোতে থাকবো তোমার সাথে।

বিধাতা আমাকে তোমার জন্য গড়েছে আপন হাতে

জীবনে মরনে, আধারে

আলোতে থাকবো তোমার সাথে।

তুমি বুকে টেনে নাও না প্রিয়ো আমাকে

আমি ভালবাসি, ভালবাসি, ভালবাসি তোমাকে।

অনেক স্বাধনার পরে আমি পেলাম তোমার মন

পেলাম খুজে এ ভুবনে আমার আপনজন।

বিজয় দেবজানি

যাবেনা কখনো ফুরিয়ে যাবে না আমার ভালবাসা

তোমাকে পেয়েছি পেয়েছি

আবারও বাচার নতুন আশা।

যাবেনা কখনো ফুরিয়ে যাবে না আমার ভালবাসা

তোমাকে পেয়েছি পেয়েছি

আবারও বাচার নতুন আশা।

তুমি বুকে টেনে নাও না প্রিয়ো আমাকে

আমি ভালবাসি, ভালবাসি, ভালবাসি তোমাকে।

অনেক স্বাধনার পরে আমি পেলাম তোমার মন

পেলাম খুজে এ ভুবনে আমার আপনজন।

তুমি বুকে টেনে নাও না প্রিয়ো আমাকে

আমি ভালবাসি, ভালবাসি, ভালবাসি তোমাকে।

অনেক স্বাধনার পরে আমি পেলাম তোমার মন

পেলাম খুজে এ ভুবনে আমার আপনজন।

অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন par Khalid Hasan Milu/Kanak Chapa - Paroles et Couvertures