menu-iconlogo
logo

Sathi tumi amar jibone /সাথী তুমি আমার জীবনে

logo
Paroles
শিল্পীঃ খালেদ হাসান মিলু ও কনক চাঁপা

🎶Upload By Kofil__Jannat🎶

সাথী তুমি আমার জীবনে

সাথী তুমি আমার মরনে

সাথী তুমি আমার জীবনে

সাথী তুমি আমার মরনে

ও সাথীরে

সাথীরে

সাথীরে

সাথীরে

সাথী তুমি আমার জীবনে

সাথী তুমি আমার মরনে

🎶🎶Follow Me🎶🎶

রাখবো তোমায় দুটি চোখের তারাতে

দেবোনা যে তোমায় কভু হারাতে

বুকের মাঝে যেমন করে থাকে প্রাণ

তেমনি তুমি থেকো বুকে আমার জান

সাথী তুমি আমার জীবনে

সাথী তুমি আমার মরনে

আহা হা হা হা হা

আহা হা হা হা হা

🎸🎸🎸🎸

ওওওওও

ওওওওও

[Uplpad By Kofil__Jannat]

তুমি আমার সুখের চাওয়া পাওয়া যে

সারা মনে প্রেমের ফাগুন হাওয়া যে

তোমায় পেয়ে পেলাম সারা দুনিয়া

চিরদিনই তুমি আমার ও প্রিয়া

সাথী তুমি আমার জীবনে

সাথী তুমি আমার মরনে

ও সাথীরে

সাথীরে

সাথীরে

সাথীরে

সাথী তুমি আমার জীবনে

সাথী তুমি আমার মরনে

Upload By Kofil__Jannat

[Follow Me]

Sathi tumi amar jibone /সাথী তুমি আমার জীবনে par Khalid Hassan Milu/chanak chapa - Paroles et Couvertures