menu-iconlogo
huatong
huatong
khalid-jotota-megh-cover-image

JOTOTA MEGH

Khalidhuatong
TrY_to_SinG_R_2_Nhuatong
Paroles
Enregistrements
=== Jotota Megh ===

===== Khalid ======

###############

*****

যতটা মেঘ হলে বৃষ্টি নামে,

ততোটা মেঘ বুকে রেখেছি পুষে।

কিভাবে আমায় তুমি কাদাবে বলো?

যতটা মেঘ হলে বৃষ্টি নামে,

ততোটা মেঘ বুকে রেখেছি পুষে।

কিভাবে আমায় তুমি কাদাবে বলো?

কিভাবে আমায় তুমি কাদাবে বলো?

কিভাবে আমায় তুমি কাদাবে বলো

###################

*****

তুমি জানলে না, জানতেও চাও নি।

তুমি বুঝলে না, বুঝতেও চাও নি।

একটা মানুষ কত সয়ে বাচতে পারে...!

একটা হৃদয় কত পুড়ে জ্বলতে পারে...!

যতটা তাপ পেলে হৃদয় গলে,

ততোটা আগুন বুকে রেখেছি জ্বেলে।

কিভাবে আমায় তুমি পুড়াবে বলো?

কিভাবে আমায় তুমি কাদাবে বলো?

কিভাবে আমায় তুমি কাদাবে বলো

#################

*****

তুমি বুঝলে না, বুঝতেও চাও নি,

তুমি জানলে না, জানতেও চাও নি।

একটা পথ কতদূর যেতে পারে.

একটা জীবন কতটা টানতে পারে...

যতটা মেঘ হলে বৃষ্টি নামে,

ততোটা মেঘ বুকে রেখেছি পুষে।

কিভাবে আমায় তুমি কাদাবে বলো?

যতটা মেঘ হলে বৃষ্টি নামে,

ততোটা মেঘ বুকে রেখেছি পুষে।

কিভাবে আমায় তুমি কাদাবে বলো?

কিভাবে আমায় তুমি কাদাবে বলো?

কিভাবে আমায় তুমি কাদাবে বলো?

Davantage de Khalid

Voir toutlogo

Vous Pourriez Aimer