menu-iconlogo
huatong
huatong
krishna-otho-otho-nandalal-cover-image

Otho Otho Nandalal

Krishnahuatong
MonojProvakarMandalhuatong
Paroles
Enregistrements
গান :- ওঠো ওঠো নন্দলাল

সুর :- কৃষ্ণ

কথা :- প্রভাতী নাম সংকীর্তন - (গোপাল জাগানো)

পরিচালক :- মনোজ প্রভাকর মন্ডল

পরিবেশনায় :- হাঙ্গামা জাংসন মিউজিক

[মিউজিক]

ওঠো ওঠো নন্দ... লাল

চেয়ে দেখো, হলো সকাল...

গোষ্ঠে লয়ে যাবে, ধেনুর পাল...।

ওঠো ওঠো নন্দ... লাল

চেয়ে দেখো, হয়েছে সকাল...

গোষ্ঠে লয়ে যাবে, ধেনুর পাল...।।

ওঠো ওঠো নীল... মনি

যশোদার, নয়ন... মনি

ওঠো বাচা হয়ে... সে সকাল।

ওঠো ওঠো নীল... মনি

যশোদার, নয়ন... মনি

ওঠো বাচা হয়ে... সে সকাল।।

ওঠো ওঠো নন্দ... লাল

চেয়ে দেখো, হলো সকাল...

গোষ্ঠে লয়ে যাবে, ধেনুর পাল...।।

[মিউজিক]

পূর্ব আকাশে, উড়িছে... কত

নানা রঙের পাখি...

কাননে, কুসুমে‌ মেলে...

কত কলি আঁখি...।

পূর্ব আকাশে, উড়িছে... কত

নানা রঙের পাখি...

কাননে, কুসুমে‌ মেলে...

কত কলি আঁখি...।।

সকলে, ডাকিছে... তোমায়

ওরে ও গোপাল...

ঘুমায়না আর... দেখো

হয়েছে... সকাল।

ওঠো ওঠো নন্দ... লাল

চেয়ে দেখো, হলো সকাল...

গোষ্ঠে লয়ে যাবে, ধেনুর পাল...।

[মিউজিক]

ওঠো, গোপাল মুখ ধৌ...

বসে যাও আসনে...

সাজাইবে, মা-যশোদা...

কুমকুমে... চন্দনে।

ওঠো, গোপাল মুখ ধৌ...

বসে যাও আসনে...

সাজাইবে, মা-যশোদা...

কুমকুমে... চন্দনে।।

বাল্ল ভোগ, খেতে... দেবে

ভরে, স্বর্ণ থালে...

ঘুমায়না আর... দেখো

হয়েছে... সকাল।

বাল্ল ভোগ, খেতে... দেবে

ভরে, স্বর্ণ থালে...

ঘুমায়না আর... দেখো

হয়েছে... সকাল।।

থালাতে, সাজানো... আছে

নাড়ু‌, ক্ষীরো, ননী...

আনন্দে, ভজণ... করো

সাধের গুণ মনি...।

থালাতে, সাজানো... আছে

নাড়ু‌, ক্ষীরো, ননী...

আনন্দে, ভজণ... করো

সাধের গুণ মনি...।।

আয়রে শ্রীদাম, আয় বসু... দাম,

সঙ্গে নে... গোপাল

ঘুমায়োনা আর... দেখো

হয়েছে... সকাল।

ওঠো ওঠো নন্দ... লাল

চেয়ে দেখো, হলো সকাল...

গোষ্ঠে লয়ে যাবে, ধেনুর পাল...।

ওঠো ওঠো নীল... মনি

যশোদার, নয়ন... মনি

ওঠো বাচা হয়ে... সে সকাল।

ওঠো ওঠো নন্দ... লাল

চেয়ে দেখো, হলো সকাল...

গোষ্ঠে লয়ে যাবে, ধেনুর পাল...।

ওঠো ওঠো নন্দ... লাল

চেয়ে দেখো, হলো সকাল...

গোষ্ঠে লয়ে যাবে, ধেনুর পাল...।।

[সমাপ্ত]

Davantage de Krishna

Voir toutlogo

Vous Pourriez Aimer