আমার শূন্য ভুবনের,,কেউ হলো না আপন...
পাগল টা রে জানিয়া শুনিয়া..শুনিয়া
আমি এখন বেঁচে থাকবো কি নিয়া,,কি নিয়া
আমি এখন বেঁচে থাকবো কি নিয়া
আমার শূন্য ভুবনের কেউ হলো না আপন...
পাগল টা রে জানিয়া শুনিয়া..শুনিয়া
আমি এখন বেঁচে থাকবো কি নিয়া,,কি নিয়া
আমি এখন বেঁচে থাকবো কি নিয়া
দিনের পরে দিন যায়,রাখি শুধু গুনিয়া
আমি যার প্রেমেরি পাগল,কে দিবে গো আনিয়া
পাইছে যারা সুখে তারা,আছে তারা তা নিয়া
আমি এখন বেঁচে থাকবো কি নিয়া......
আমি যারে দিয়াছি আমারি এ জীবন
কি করে বেঁচে থাকিবো,না পাইলে তার দর্শন
আমি যারে দিয়াছি আমারি এ জীবন
কি করে বেঁচে থাকিবো,না পাইলে তার দর্শন
সে যে আমার সাত রাজার ধন
প্রাণের ও প্রাণও প্রিয়া
আমি এখন বেঁচে থাকবো কি নিয়া,,কি নিয়া
আমি এখন বেঁচে থাকবো কি নিয়া
মনেরি দুঃখে বসে,বাজাই যখন বেহালা
সেও আমারে বলে ওরে,সালাম রে তুই একেলা
মনেরি দুঃখে বসে,বাজাই যখন বেহালা
সেও আমারে বলে আলমাছ ভাই,
সালাম রে তুই একেলা
জ্বালার উপর এতো জ্বালা
জ্বালার উপর এতো জ্বালা
মরতে আইসি জ্বলিয়া
আমি এখন বেঁচে থাকবো কি নিয়া,,কি নিয়া
আমি এখন বেঁচে থাকবো কি নিয়া
শূন্য ভুবনের কেউ হলো না আপন
আমার শূন্য ভুবনের কেউ হলো না আপন
পাগল টা রে জানিয়া শুনিয়া,,শুনিয়া
আমি এখন বেঁচে থাকবো কি নিয়া,,কি নিয়া
আমি এখন বেঁচে থাকবো কি নিয়া
আমার শূন্য ভুবনের কেউ হলো না আপন
আমার শূন্য ভুবনের কেউ হলো না আপন
পাগল টা রে জানিয়া শুনিয়া,,শুনিয়া
আমি এখন বেঁচে থাকবো কি নিয়া,,কি নিয়া
আমি এখন বেঁচে থাকবো কি নিয়া,,কি নিয়া
আমি এখন বেঁচে থাকবো কি নিয়া,,,,,,