menu-iconlogo
huatong
huatong
avatar

বাড়ির কাছে আরশি নগর barir pashe arshi nogo

Lalon Geetihuatong
sunkosi1huatong
Paroles
Enregistrements
বাড়ির পাশে আরশি নগর

সেথা পড়শী বসত করে

একঘর পড়শী বসত করে

আমি একদিনো না

দেখিলাম তারে

একদিনো না দেখিলাম তারে

গেরাম বেড়ে অগাধ পানি

নাই কিনারা নাই তরণী পাড়ে

গিরাম বেড়ে অগাধ পানি

নাই কিনারা নাই তরণী পাড়ে

বাঞ্ছা করি দেখব তারে

বাঞ্ছা করি দেখব তারে

কেমনে সেথা যাইরে

আমি কেমনে সেথা যাইরে

আমি একদিনও না

দেখিলাম তারে

কি বলবো পড়শীর কথা

হস্তপদ স্কন্ধ মাথা নাইরে

কি বলবো পড়শীর কথা

হস্তপদ স্কন্দ মাথা নাইরে

ক্ষণেক থাকে শূন্যের

উপর ক্ষণেক ভাসে নীড়ে

ওরে ক্ষণেক ভাসে নীড়ে

আমি একদিনও না

দেখিলাম তারে

পড়শী যদি আমায় ছুঁতো

যম যাতনা সকল যেতো দূরে

পড়শী যদি আমায় ছুঁতো

যম যাতনা সকল যেতো দূরে

সে আর লালন একখানে রয়

সে আর লালন একখানে রয় লক্ষ যোজন ফাকরে

তবুও লক্ষ যোজন ফাকরে

আমি একদিনো না

দেখিলাম তারে

বাড়ির পাশে আরশিনগর

সেথা পড়শী বসত করে

একঘর পড়শী বসত করে

আমি একদিনও না

দেখিলাম তারে

একদিন না দেখিলাম তারে

Davantage de Lalon Geeti

Voir toutlogo

Vous Pourriez Aimer