menu-iconlogo
huatong
huatong
avatar

Dhonno Dhonno Boli Taare

Lalon Geetihuatong
harmonyomanhuatong
Paroles
Enregistrements
ধন্য ধন্য বলি তারে

ধন্য ধন্য বলি তারে

বেঁধেছে এমন ঘর

বেঁধেছে এমন ঘর

শূন্যের উপর পোস্তা করে

ধন্য ধন্য বলি তারে

ধন্য ধন্য বলি তারে

সবে মাত্র একটি খুঁটি

খুঁটির গোড়ায় নাইকো মাটি

সবে মাত্র একটি খুঁটি

খুঁটির গোড়ায় নাইকো মাটি

কিসে ঘর রবে খাঁটি

কিসে ঘর রবে খাঁটি

ঝড়ি তুফান এলে পরে

ধন্য ধন্য বলি তারে

ধন্য ধন্য বলি তারে

মূলাধার কুঠুরি নয়টা

তার উপরে চিলেকোঠা

মূলাধার কুঠুরি নয়টা

তার উপরে চিলেকোঠা

তাহে এক পাগলা বেটা

তাহে এক পাগলা বেটা

বসে একা একেশ্বরে

ধন্য ধন্য বলি তারে

ধন্য ধন্য বলি তারে

উপর নিচে সারি সারি

সাড়ে নয় দরজা তারি

উপর নিচে সারি সারি

সাড়ে নয় দরজা তারি

লালন কয় যেতে পারি

লালন কয় যেতে পারি

কোন দরজা খুলে ঘরে

ধন্য ধন্য বলি তারে

ধন্য ধন্য বলি তারে

বেঁধেছে এমন ঘর

বেঁধেছে এমন ঘর

শূন্যের উপর পোস্তা করে

ধন্য ধন্য বলি তারে

ধন্য ধন্য বলি তারে

ধন্য ধন্য বলি তারে

ধন্য ধন্য বলি তারে

Davantage de Lalon Geeti

Voir toutlogo

Vous Pourriez Aimer