menu-iconlogo
huatong
huatong
lata-mangeshkar-keno-kichu-kotha-bolo-na-cover-image

Keno kichu kotha Bolo na

Lata Mangeshkarhuatong
RanaBhattacherjeehuatong
Paroles
Enregistrements
কেন কিছু কথা বলো না

শুধু চোখে চোখে চেয়ে

যা কিছু চাওয়ার আমার,

নিলে সবই চেয়ে

একি ছলনা

কেন কিছু কথা বলো না

শুধু চোখে চোখে চেয়ে

যা কিছু চাওয়ার আমার,

নিলে সবই চেয়ে

একি ছলনা

কেন কিছু কথা বলো না।

যতদূর দূর থাকো, শুধু যে চেয়ে থাকো……

যতদূর দূর থাকো, শুধু যে চেয়ে থাকো

সে চাওয়ায় আমার আকাশ, আমার বাতাস ভরে রাখো

একি ছলনা একি ছলনা

কেন কিছু কথা বলোনা।

কেন কিছু কথা বলোনা

না বলে যা যাও বলে

ভাষাহীনা ভাষার বেদনা

কেন কিছু কথা বলোনা

যত সুর না গেয়ে গাও, যে বাঁশি প্রাণে বাজাও…..

যত সুর না গেয়ে গাও, যে বাঁশি প্রাণে বাজাও;

সে সুরে সুরামদির হল যে মন কোথায় উধাও

একি ছলনা একি ছলনা

কেন কিছু কথা বলোনা

শুধু চোখে চোখে চেয়ে

যা কিছু চাওয়ার আমার,

নিলে সবই চেয়ে

একি ছলনা

কেন কিছু কথা বলো না

Davantage de Lata Mangeshkar

Voir toutlogo

Vous Pourriez Aimer