দুটি মন আর নেই দুজনার
দুটি মন আর নেই দুজনার
রাত বলে আমি সাথী হবো যে
ফাগুনের রাতে আমি
রূপকথা হয়ে কাছে রবো যে
দুটি মন আর নেই দুজনার
ফুল বলে রঙে আর ছেও না
পাখি বলে আর গান গেও না
ফুল বলে রঙে আর ছেও না
পাখি বলে আর গান গেও না
আমাদের মিতালীর মায়া তে
কানে কানে কতো কথা কবো যে...
দুটি মন আর নেই দুজনার
শুকতারা বলে আমি আছি তাই
দিশাহারা হতে আর ভয় কি
শুকতারা বলে আমি আছি তাই
দিশাহারা হতে আর ভয় কি
পাছে ঘুম ঝরে পড়ে দুচোখে
হাঁসি মুখে তাই জেগে রবো যে
দুটি মন আর নেই দুজনার
রাত বলে আমি সাথী হবো যে
ফাগুনের রাতে আমি
রূপকথা হয়ে কাছে রবো যে...
দুটি মন আর নেই দুজনার
দুটি মন আর নেই দুজনার
দুটি মন আর নেই দুজনার